বিপদে পড়েছেন পতঞ্জলির রামদেব, নিরামিষ এর নামে আমিষ খাওয়াচ্ছে পতঞ্জলি

Jain lawyer send legal notice to patanjali for alleged use of sea fish product in tooth powder
Jain lawyer send legal notice to patanjali for alleged use of sea fish product in tooth powder

আমরা অনেকেই রামদেবের ব্র্যান্ড পতঞ্জলি কে জানি এবং অনেকেই এর অনেক আয়ুর্বেদিক ওষুধ সরঞ্জাম ব্যবহার করে থাকে। এই ব্র্যান্ড জনগণের সমাজে তুলে ধরতে চেয়েছে নিরামিষ এবং আয়ুর্বেদিক পদ্ধতির মাধ্যমে গুণগতমানকে বজায় রেখে বিভিন্ন প্রোডাক্ট। যারা আমিষ খান না তাদের মধ্যে অনেকেই পতঞ্জলির প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। অনেকে মনে করেন এই প্রোডাক্ট পুরোপুরি আয়ুর্বেদিক কোন কেমিক্যাল থাকে না ফলে খাওয়া এবং চামড়ায় মাখা দুটোই খুব ভাল। তবে বর্তমানে উঠে এসেছে একটি নতুন খবর জানা গিয়েছে পতঞ্জলির মালিক বাবা রামদেব নিরামিষের নামে আমিষ জাতীয় পদার্থ ব্যবহার করে বাজারে বিক্রি করছেন অনেক প্রোডাক্ট।

পতঞ্জলির টুথপেস্ট এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়েছেন একজন আইনজীবী। তিনি একটি টুইটের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন এছাড়াও ফটোতে দিয়েছেন সেই টুথপেস্ট তৈরিতে কি কি ব্যবহার করা হয়েছে? সেখানে সামুদ্রিক একটি মাছ যার নাম কটল ফিস সেই মাছের কিছু অংশ ব্যবহার করে এই পেস্ট কে তৈরি করা হয়েছে। এতে অনেক নিরামিষ খাদ্য গ্রহণকারী মানুষ প্রতারিত হয়েছে। এর পরে রামদেবের পতঞ্জলি সংস্থাকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী সাসা জৈন। পতঞ্জলি সংস্থা কে আগামী ১৫ দিনের মধ্যে এর উত্তর দিতে হবে। তবে এখনো পর্যন্ত কোন জবাবদিহি করেনি পতঞ্জলি সংস্থা।

আরও পরুনঃ হাওড়া পুরী বন্দে ভারতের ভাড়া ধারণা থেকেও অনেকটাই কমে গেল

গত বছরে জুলাই মাসে একই রকম ভাবে কেরালার এক চিকিৎসক রামদেবের ব্যান্ড পতঞ্জলির উপর ড্রাগস এন্ড কসমেটিক্স অ্যাক্ট লংঘন করার জন্য অভিযোগ করেন। তারপরে উত্তরাখণ্ড সরকারের আয়ুর্বেদিক ও ইউনানী লাইসেন্স অথরিটি পতাঞ্জলি র উত্তরখান্ডে অবস্থিত সেই কোম্পানিতে ডায়াবেটিস ব্লাড প্রেসার গ্লুকোমা ও হাই কোলেস্টেরল ওষুধের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে সেই নিষেধাজ্ঞা এক সপ্তাহের মধ্যে তুলে নেওয়া হয় এর পিছনে বিস্তারিত ভাবে জানা যায়নি।

আরও পরুনঃ SBI গ্রাহকদের ফোন এই মেসেজ আসলেই বিপদ!! কি মেসেজ দেখুন

আগেরবারের অভিযোগে রামদেবের অ্যাসিস্ট্যান্ট তথা পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালা কৃষ্ণ জবাবদিহি করেছিলেন একটি টুইটার মাধ্যমে যা নিজে দেওয়া হল।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel 🤩🤩এখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
WhatsApp ✔✔🤳🤳এখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন