Jio Cinema লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে বর্তমানে এখন সবার প্রথমে। এর আগের বছরে IPL এর স্ট্রিমিং লাইসেন্স ছিল Disney Hotstar এর কাছে। তবে এইবার মুকেশ আম্বানি অর্থাৎ রিলায়েন্স কোম্পানির মালিক, তিনি এই ডিজিটাল লাইসেন্স কে কিনে সবার আইপিএল দেখা বিনামূল্যে করে দিল। রিলায়েন্স কোম্পানির ব্যবসায়িক কিছু কায়দা বলতে জানা যায় প্রথমে সবাইকে ফ্রিতে দেওয়া হয় তারপরে সেই জিনিসের উপরে ধীরে ধীরে মূল্য বাড়াতে থাকে। যেমনটা হয়েছিল জিও সিমের ক্ষেত্রে। অনেকেই ধারণা করেছে জিও সিনেমা এর সম্পূর্ণ একটি ম্যাচ দেখতে গেলে জিও সিম ইউজার কে প্রায় 2GB থেকে 2.5GB ইন্টারনেট খরচা করতে হবে। তার জন্য আলাদা করে কমপক্ষে ২৫ টাকা রিচার্জ করতে হবে না হলে বড় কোন মাসিক রিচার্জ করতে হবে।
জিও সিনেমা এখনো পর্যন্ত বিশ্বের সবথেকে দামি ক্রিকেট প্রতিযোগিতা কে দেখাচ্ছে। এটির মাধ্যমে ডিজিটাল ভাবে সব থেকে বেশি পরিমাণ ব্যবহারকারীর রেকর্ড করল। জানা গিয়েছে, Jio Cinema এর এখনো পর্যন্ত ১৪৭ কোটি মানুষ দেখেছে। চেন্নাই সুপার কিং ভার্সেস রাজস্থান রয়েল এর প্রতিযোগিতায় সবথেকে বেশি পরিমাণ একটিভ ইউজার পাওয়া যায়। যার পরিমাণ ছিল ২২ মিলিয়ন অর্থাৎ ২.২ কোটি।
আরও পরুনঃ কলকাতার নতুন অডিটেরিয়াম ধনধান্যের জন্য কত টাকা খরচ হলো জানেন?
আরও পরুনঃ দুর্নীতির শিকার হলে জানান মুখ্যমন্ত্রী কে সরাসরি এই নাম্বারের মাধ্যমে
আইপিএল এরপরে জিও সিনেমা ঢোকার চেষ্টা করছে OTT অ্যাপের মধ্যে। জিও সিনেমা নিজেকে অনেকটাই উন্নত করেছে এবং তার মধ্য থেকে অনেক নতুন নতুন সিনেমা সাথে পুরনো সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ যুক্ত করেছে। জানা গিয়েছে ২৮ শে মে পর্যন্ত আইপিএল শেষ হওয়ার আগে আরো অত্যাধুনিক হবে এই Jio Cinema। বিনামূল্যে দেখা শুধুমাত্র আইপিএলের সময়টুকুই তারপর থেকে জিও মিডিয়ার সভাপতি জ্যোতি দেশপান্ডে জানিয়েছেন জিও সিনেমা এরপর থেকে বিনামূল্যে থাকছে না। তবে এটিও জানা গেছে বর্তমানে যারা Airtel, VI, BSNL ব্যবহারকারী রয়েছেন তারাও বিনামূল্যে দেখতে পারবেন জিও সিনেমা।
জিও সিনেমা এর ওপর কতটা মূল্য বৃদ্ধি করা হবে তা এখনো সঠিক জানা যায়নি। তবে মূল্যবৃদ্ধি হবে নিশ্চিত।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |