Jio Cinema Subscription মাত্র 2 টাকায়! বিক্রি না হওয়ায় চিন্তায় আম্বানি

Jio Cinema Subscription Cost
Jio Cinema Subscription Cost

Jio Cinema Subscription: জিও সিনেমা অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন শুরু হচ্ছে IPL শেষ হওয়ার সাথে। ২০১৬ থেকে এই অ্যাপ্লিকেশন ফ্রি তে সিনেমা ও ওয়েব সিরিজ দেখেই যাচ্ছে। এতদিন জিও সিনেমা সবার ফোনে না থাকলেও IPL এর কারণে প্রায় সবার ফোনে জিও সিনেমা দেখা যাচ্ছে। মুকেশ আম্বানি জানিয়েছেন জিও সিনেমা এর ফ্রী এর দিন শেষ। ভারতের সবথেকে বড় খেলা IPL শেষ হলেই আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হবে এই অ্যাপ্লিকেশন কে দেখতে। তবে ভারতবর্ষে আরো অনেক অ্যাপ্লিকেশন হয়েছে যেখানে প্রায় সমস্ত ধরনের কন্টেন্ট দেখা যায় তবে এই মার্কেটে নতুন করে মুকেশ আম্বানির জিও সিনেমা অ্যাপ আসার কারণ কি?

জানা গিয়েছে জিও সিনেমা এর মধ্যে ওয়েব সিরিজ ও সিনেaমার পরিমান বাড়াবে। তবে আদেও মানুষে কি জিও সিনেমা তাদের ফোনে রেখে সাবস্ক্রিপশন কিনে দেখবে? সে নিয়ে প্রশ্ন উঠছে। একই ধরনের মার্কেটিং স্ট্যাটাস দিতে মুকেশ আম্বানি ঢোকার চেষ্টা করছে এই কনটেন্ট ব্যবসাতে। Jio Cinema Subscription এ তিনটি প্ল্যান থাকছে গোল্ড ডেইলি এবং প্লাটিনাম।

সত্যি কথা বলতে ভারতের মানুষজনের হিসেবে ভালো কনটেন্ট এবং ভালো সিনেমা না থাকলে এই অ্যাপ্লিকেশন ডিলিট করতে বেশি সময় নেবে না। তবে আপনারা বুঝতেই পারছেন ডেইলি হলো জিও সিনেমার সব থেকে কম দামি প্ল্যান। এই প্লানের সাধারণ দাম রয়েছে ২৯ টাকা তবে ৯৩ শতাংশ ছাড় দিয়ে এই প্লানের দাম হয়ে দাঁড়াচ্ছে মাত্র ২ টাকা যার মেয়াদ মাত্র ১ দিন।

আরও পরুনঃ লক্ষী ভান্ডার প্রকল্পে যুক্ত হল আরো ১২ লক্ষ মানুষ! এই নতুন সিদ্ধান্তে উপকৃত হবে বহু মানুষ

আরও পরুনঃ কেদারনাথ যাত্রা শুরু আজ থেকে! যেতে কত খরচা?

Jio Cinema Subscription Rate:

এরপরে আসছে গোল্ড এই প্লেন ে তিন মাসের মেয়াদ থাকছে। সাধারণ দাম ২৯৯ টাকা। তবে ডিসকাউন্ট দিয়ে যার মূল্য হয়ে দাঁড়াচ্ছে মাত্র ৯৯ টাকা। এইখানে দুটো ডিভাইসে তিন মাস অনায়াসে ব্যবহার করা যাবে।

শেষ প্যান যার নাম প্রিমিয়াম। এই প্ল্যানটি সাধারণ দাম ১১৯৯ টাকা, তবে ছাড়ের ফলে মিলবে ৫৯৯ টাকায় এই প্লানে গোটা এক বছর ব্যবহার করা যাবে একসাথে চারটি ডিভাইসে লগইন থাকা সত্ত্বেও। এই প্লানে কোনরকম অ্যাড দেখাবেনা হবে না। 

এই প্লান গুলি অফিসিয়ালি ভাবে জিও থেকে লঞ্চ করা হয়নি তবে আমাজন প্রাইম এবং নেটফ্লিক্স এর মত কনটেন্ট দিতে পারলে হয়তো ভারতের মানুষজন Jio Cinema Subscription নেবে না হলে এই অ্যাপটির বাজার শেষ হতে পারে IPL এর পরে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন