Jio cinema subscription plan: জিও সিনেমা অ্যাপের সাবস্ক্রিপশন কত টাকা? কি থাকলো অতিরিক্ত বেনিফিট?

Jio cinema subscription plan released
Jio cinema subscription plan released

Jio cinema subscription plan: আপনারা সবাই জানেন জিও সিনেমা এর আগে ফিফা ওয়ার্ল্ড কাপ এবং বর্তমানে আইপিএল ফ্রিতে দেখিয়ে প্রচুর মানুষের ফোনে জিও সিনেমা অ্যাপ থেকে ইন্সটল করিয়েছেন। অবশ্য এর মাধ্যমে অনেক নতুন ধরনের ব্যবসায়িক পদ্ধতি খাটিয়েছেন ভারতের সবথেকে বড় ব্যবসায়ী মুকেশ আম্বানি।

মুকেশ আম্বানি আইপিএল জিও সিনেমা অ্যাপে ফ্রিতে টেলিকাস্ট করেছে ঠিকই তবে এই IPL 2023 ম্যাচ পুরো একটি দেখতে আপনার খরচ হবে, দিনে প্রায় ২ থেকে ২.৫ GB পর্যন্ত। প্রায় সবাইকেই একটি ম্যাচ সম্পন্ন দেখতে আলাদা করে রিচার্জ করতে হবে প্রায়শই। সে রিচার্জে টাকার মাধ্যমে জিও সিনেমা টেলিকাস্টের খরচ উঠে যাবে এবং অতিরিক্ত লাভের সম্ভাবনা রয়েছে এই নতুন ব্যবসায়িক পদ্ধতির মাধ্যমে। তবে মুকেশ আম্বানি সেইখানেই থেমে নেই এই জিও সিনেমা অ্যাপের মাধ্যমে যুক্ত হয়েছেন ইন্টারটেইনমেন্ট ব্যবসার দিকে। এই ব্যবসায় নতুন মোড় আনতে চাইছেন তিনি। জিও সিনেমায় নতুন করে ইংরেজি হিন্দি এবং আরো নতুন কনটেন্টের প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পরুনঃ ১৫ দিনে নার্স ও ৩ বছর ডিপ্লোমা তে ডাক্তার, সাধারণ জনতা এবার কি সত্যিই বিপদের মুখে?

আইপিএল চলাকালীন জানা গিয়েছিল আইপিএল শেষ হওয়ার পরে Jio cinema subscription plan শুরু হতে চলেছে তবে তার প্রথম পদক্ষেপ আজ দেখা গেল Jio cinema app এ। প্রথম প্ল্যান বার্ষিক ৯৯৯ টাকা, তবে এই প্লানের সাথে মোট চারজন ব্যবহার করতে পারবেন একই সময়ে।

আরও পরুনঃ WiFi Router রাতে বন্ধ না করলে কি হতে পারে জানেন?

Jio cinema subscription plan এ কি সুবিধা রয়েছে?

Jio cinema subscription plan এর মাধ্যমে আপনি নতুন সিনেমা গুলি দেখতে পারবেন এবং হলিউডের HBO এর এক্সক্লুসিভ কন্টেন্ট দেখা যাবে। ভবিষ্যতে আরো নতুন আকর্ষণীয় CONTENT যুক্ত হতে চলেছে।

তবে বর্তমানে কম্পিটিশন মার্কেটে জিও সিনেমা কতটা উঁচু হয়ে দাঁড়াতে পারবে এবং কতটা লাভজনকভাবে রিলায়েন্স কোম্পানির জন্য তা বোঝা যাচ্ছেনা। তবে অন্যান্য ডিজিটাল কনটেন্ট থেকে এই অ্যাপের সাবস্ক্রিপশন প্ল্যান অনেকটাই কম হতে পারে। বর্তমানে বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান থাকলেও কিছুদিনের মধ্যে ৬ মাস এবং প্রতিমাস হিসেবে সাবস্ক্রিপশন প্ল্যান আপডেট হতে চলেছে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন