5G ব্যাবহার এর জন্য অতিরিক্ত ইন্টারনেট দিচ্ছে জিও, কিন্তু আপনি কিভাবে পাবেন?

Jio Welcome offer
Jio Welcome offer

বর্তমান সময় ইন্টারনেট ছাড়া মানুষ অক্ষম। কিছুদিন আগেই জিও এবং এয়ারটেল তাদের 5G ইন্টারনেট লঞ্চ করল ভারতবর্ষের আলাদা আলাদা মেট্রো সিটিতে। মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে আপনারা নিজেরা কিভাবে  ব্যাবহার করবেন আপনাদের 5G ফোনে? তার জন্য প্রধানত আপনার কাছে প্রয়োজন একটি 5g ফোন এবং আপনাকে থাকতে হবে কোন মেট্রো সিটিতে, যেমন দিল্লী, মুম্বাই, কলকাতা ইত্যাদি। 

4G ইন্টারনেট ব্যবহারের সময় আপনারা রিচার্জ করেন সাধারণত ১ জিবি ও ১.৫ জিবি প্যাক, কিন্তু 5G ইন্টারনেট ব্যবহার করতে গেলে আপনাকে অনেক বেশি রিচার্জ করতে হবে, কারণ ১ থেকে ১.৫ জিবি শেষ হতে কয়েক মিনিট সময় নেবেন 5G.

কিভাবে আপনি অতিরিক্ত ইন্টারনেট পাওয়ার জন্য আবেদন করবেন?

Jio Welcome Offer: জিও ওয়েলকাম অফার এটির মাধ্যমে আপনি এই অতিরিক্ত ইন্টারনেটের সুবিধা পেতে পারেন।  এর জন্য আপনার ফাইভ-জি ফোনে প্রথমে মাইজিও অ্যাপটি ইনস্টল করতে হবে,  আপনার কাছে আগে থেকে ইন্সটল করা থাকলে সেটি ওপেন করবেন, আপনি সামনে দেখতে পারবেন যে ওয়েলকাম অফার।  এই অপশনে ক্লিক করার পর পরবর্তী পেজে jio5g এর বিষয় লেখা থাকবে আপনাকে তারপরে স্টেপে জিও থেকে ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। 

আপনি কোন ভার্সিটিতে থাকলে অবশ্যই 5G ইন্টারনেট উপভোগ করতে পারবেন।  কিন্তু আপনাকে এই অফারটি ব্যবহার করতে গেলে 239 টাকার রিচার্জ কমপক্ষে করতে হবে। Jio Welcome Offer এর  মাধ্যমে আপনি উপলব্ধি করতে পারবেন 5G internet এবং  তার সাথে থাকবে অতিরিক্ত ইন্টারনেটের সুবিধা।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন