হ্যাঁ সত্যি, আপনি মাত্র 61 টাকায় আপনি আপনার ফোনের জিও (JIO) সিম চালু রাখতে পারবেন। আপনি যদি আপনার দ্বিতীয় সিম চালু রাখতে চান, তবে আপনাকে করতে হবে না দামী রিচার্জ। দামী রিচার্জ করতে চাইলেই আপনার পকেট থেকে খোয়াতে হবে কমপক্ষে 200 টাকা। কটা সিম চালু রাখবেন আর কত টাকাই বা রিচার্জ করতে খরচ করবেন?
আমরা আপনাদের টাকার কষ্ট বুঝতে পারি, সেই কারণেই তো এই আর্টিকেলের মাধ্যমে সব থেকে কম দামী টা খুঁজে বার করেছি আপনার জন্য।
VI & AIRTEL কে পিছনে ফেলে JIO নিয়ে এসেছে সব থেকে কম দামী রিচার্জ।
Jio সিমের মাত্র 61 টাকার রিচার্জ প্ল্যানে কি সুবিধা রয়েছে?
Jio সিমের মাত্র 61 টাকার রিচার্জ প্ল্যানে রয়েছে 6GB ইন্টারনেট ডাটা, সময় থাকবে 28 দিনের। এই রিচার্জ প্ল্যানে আপনি কোনো কল ও মেসেজ এর সুবিধা পাবেন না।
JIO কে টক্কর দিতে AIRTEL এর একটি প্ল্যান রয়েছে 65 টাকায়, ওই প্ল্যানে আপনি 4GB ইন্টারনেট ডাটা পাবেন। কিন্তু তার আগে আপনাকে যেকোনো প্রিপেইড প্ল্যানের রিচার্জ থাকতে হবে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |