Karwa Chauth 2022 time:  কারবা চৌথ কোন সময় পালন করলে স্বামীর দীর্ঘায়ু পাবেন?

Karwa Chauth 2022 time
Karwa Chauth 2022 time, source: iStock

Karwa Chauth 2022 time: করবা চৌথ সাধারণত পশ্চিমবঙ্গের বাইরে,  উত্তর পশ্চিম দিকে বেশি দেখা যায়। কিন্তু সিনেমাও হিন্দি সিরিয়ালের মাধ্যমে পশ্চিমবঙ্গের মধ্যে এখন বর্তমানে এই রীতিনীতির ভালোই গুরুত্ব দেওয়া  হচ্ছে।  পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই করবা চৌথ পালন করা হচ্ছে কয়েক বছর ধরে। সাধারণত পশ্চিমবঙ্গের মানুষ প্রথমত হিন্দি সিরিয়াল গুলিতে দেখেছেন একটি বিশেষ দিনে সারাদিন নির্জলা উপস থেকে বিবাহিত মহিলারা  তাদের স্বামীর জন্য দীর্ঘায়ু কামনা করেন। বিবাহিত মহিলারা তাদের পুজোর  পত্রে একটি   জালি যুক্ত চাল নেই রাখে যার মাধ্যমে একবার আকাশের চাঁদের দিকে তাকায় তারপরে তাদের স্বামীর দিকে তাকায়।  তাদের কাছে এই তাকানো খুবই শুভ হিসেবে ধরা হয়।  এই রীতিনীতির কাজ নিষ্ঠার সাথে পালন করতে হয়।  করবা চৌথ-এর আগের দিনে বিবাহিত বউ কে তার  শাশুড়ি মা কিছু জিনিসপত্র যেমন শাড়ি এবং অন্যান্য প্রসাধনী দ্রব্য দেন। তখন থেকে শুরু হয়ে যায় করবা চৌথ এর সময়সীমা।

উর্বশী রাউটেলা, ভারতীয় ক্রিকেটার রিশাব পান্ট কে বিভ্রান্ত করছেন কেন? ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে তো? 

Karwa Chauth: করবা চৌথ এর শুভ কালীন সময় সীমাঃ

Karwa Chauth: এই বছর করবা চৌথ  অক্টোবর মাসের 13 তারিখ। করবা কথার অর্থ হল মাটির পার্থ ও চৌথ কথার অর্থ চতুর্থী ফলে সেই দিনটিকে চতুর্থী তিথি হিসেবে ধরা হয়। 13 তারিখ বৃহস্পতিবার চতুর্থী তিথি শুরু হবে ভোর ২.০৫ মিনিট থেকে  পরের দিন রাত ২.৫৮ পর্যন্ত। পুজো হওয়ার  শুভ সময় 13 তারিখের বিকেল ৫.৫৮ থেকে সন্ধ্যে ৭.০৯ পর্যন্ত। পরে মেঘ আসতে পারে আকাশে কিন্তু চাঁদ দেখতে পাওয়া যাবে আশা করা যাচ্ছে। করবা চৌথ আরেকটি শুভ জিনিস রয়েছে  কৃত্তিকা নক্ষত্র দেখতে পাওয়া, যেটি এই বছরে আকাশ দেখা যাবে। 

Karwa Chauth: করবা চৌথ এর কিছু গুরুত্বপূর্ণ নিয়মঃ 

Karwa Chauth: করবা চৌথ এর সময় সদবা মেয়েদের নির্জলা উপোস থাকতে দেখা যায়।  সন্ধ্যেবেলা আকাশে চাঁদ তার আলো বিকিরণ করার সময় মহিলারা পুজোর পাত্র এরমধ্যে প্রদীপ রেখে ও জালি যুক্ত চালনি দিয়ে চন্দ্র দেবতার উদ্দেশ্যে চাঁদের দিকে তাকান ও তারপর তাদের পতি অর্থাৎ স্বামীর দিকে তাকান। নিজের স্বামীর মঙ্গল কামনা ও দীর্ঘায়ু কামনা করে চন্দ্র দেবতার কাছে আজকের দিনে। মহিলারা নির্জলা উপোস থাকার কারণে তাদের স্বামী সন্ধ্যেবেলায় স্ত্রীকে মাটির পাত্রে থেকে জল পান করিয়ে  উপস ভাঙ্গায়। করবা চৌথ এর সময় বিবাহিত বৌ দের জন্য তাদের শাশুড়ি মা তাদেরকে মিষ্টি জামাকাপড় ও সাজ-সজ্জার প্রসাধনী দ্রব্য দেয় যাকে বলে সারগি। 

মেয়েদের যৌন চাহিদা কোন বয়সে সবথেকে বেশি পরিমাণে থাকে?

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।