কেদারনাথ যাত্রা শুরু আজ থেকে! যেতে কত খরচা?

Kedarnath yatra cost
Kedarnath yatra cost

হিন্দু ধর্মের মানুষেরা কেদারনাথ নাম আগে শুনেনি তা কখনো হতেই পারে না। কেদারনাথ যাত্রা আজ ২৫ এপ্রিল থেকে শুরু হল। এতটাই দুর্গম ও বরফ ঢাকা স্থান যেখানে বছরের সব সময় মানুষের যাওয়া সম্ভব নয় বছরের নির্দিষ্ট সময় থাকে সেই জায়গায় পৌঁছে মহাদেবের দর্শন করতে। বড় বড় পাহাড়ের কোলের মধ্যে তৈরি এই কেদারনাথ মন্দির সারা বিশ্ব থেকে মানুষ আসে এই মন্দিরের একবার দর্শন করতে। হিন্দু ধর্মের মানুষের কাছে এটি পবিত্র স্থান। তবে এই পবিত্র স্থানে যেতে গেলে আপনাকে অনেক কিছু নিয়ে চিন্তা করতে হবে। জায়গাটিতে পৌঁছানো অতটা সোজা নয় যার ভাগ্যে রয়েছে একমাত্র সেই দেখতে পারবে কেদারনাথ মহাদেবের মন্দির।

কেদারনাথ যাত্রা করতে চান অনেকেই তবে মানুষের প্রশ্ন থাকে কত টাকা খরচা কিভাবে যেতে হবে? কি কি সাথে নিয়ে যেতে হবে? আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনাকে বিস্তারিত জানানো হবে আপনার এই প্রশ্নের উত্তর।

কেদারনাথ যাত্রা তে কিভাবে যাবেন?

আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন আপনাকে প্রথমে হরিদ্দার বা ঋষিকেশ স্টেশনে ট্রেনে অথবা গভমেন্ট বাসের মাধ্যমে আসতে হবে। প্রধানত বাঙালিরা যাত্রা শুরু করলে হাওড়া থেকে হরিদ্দার স্টেশনে নামতে হবে যার দূরত্ব প্রায় ১৫৪০ কিলোমিটার। তার জন্য সময় লাগতে পারে, প্রায় ৩ দিন।

দ্বিতীয় স্তরে আপনাকে হরিদ্দার থেকে সোনপ্রাগ্য নামক জায়গা পেয়ে যেতে হবে আপনি তার জন্য প্রাইভেট ক্যাব, শেয়ারিং ক্যাব, গভমেন্ট বাস এছাড়াও প্রাইভেট বাসের মাধ্যমে আসতে পারবেন। সব থেকে কম খরচা হবে গভমেন্ট বাসের মাধ্যমে যাত্রা করলে। গভমেন্ট বাসে খরচা হতে পারে, প্রায় ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত প্রতি জন। সোনপ্রাগ্য গন্তব্যস্থলে পৌঁছানোর পরে। আপনাকে থাকতে হবে, যার জন্য খরচ সর্বনিম্ন ৫০০ টাকা থেকে ১০০০ টাকা। মনে রাখবেন গভমেন্ট বাসে সোনপ্রাগ্য পৌঁছাতে আপনাকে ভোর ৩.৩০ মিনিট থেকে অপেক্ষা করতে হবে।

দ্বিতীয় দিনে কেদারনাথ পর্যন্ত আপনাকে পায়ে হেঁটে ট্র্যাকিং করতে হবে। এই ট্রেকিং এর দূরত্ব বর্তমানে ২২ থেকে ২৪ কিলোমিটার। ২২ থেকে ২৪ কিলোমিটার ট্র্যাকিং করতে পায়ে হেঁটে সময় লাগবে প্রায় আট থেকে দশ ঘন্টা। কেদারনাথ পৌঁছে যাওয়ার পরে দর্শন করতে প্রায় সময় লাগবে দু থেকে তিন ঘন্টা। আপনি কেদারনাথ মন্দিরের পাশে ক্যাম্পিং করে বা টেম্পু খাটিয়ে থাকতে পারবেন যার জন্য খরচা হতে পারে ৫০০ থেকে ১০০০ টাকা।

তৃতীয় দিনে একই ভাবে আপনাকে সোনপ্রাগ্য এসে হরিদ্বারে বা ঋষিকেশ ে গভমেন্ট বাসের মাধ্যমে আসতে হবে আপনাদের বাজেট অনুযায়ী আপনি দামি যানবাহন ব্যবহার করতে পারেন।

কেদারনাথ যাত্রা করার সময় আপনাকে কি কি সাথে রাখতে হবে?

কেদারনাথ যথেষ্ট দুর্গম পরিবেশ অনেকটাই উচ্চতায় অবস্থান করে। আপনাকে আপনার ডকুমেন্ট আধার কার্ড অথবা ভোটার কার্ড আনতে হবে সাথে অনলাইনে রেজিস্টার করতে হবে কেদারনাথ যাত্রার জন্য যার হার্ডকপি অথবা সফট কপি আনতে হবে।

কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যা নিয়ে গেলে বিপদে পড়তে হবে আপনাকে। অতিরিক্ত উচ্চতায় অবস্থান করার কারণে প্রচন্ড পরিমাণে ঠান্ডা আবহাওয়া। আপনাকে নিয়ে যেতে হবে শীতের পোশাক, জ্যাকেট, রেনকোট ছাতা।

দড়ি, টর্চ, কিছু দরকারী ওষুধ পত্র, ট্র্যাকিং করার জন্য লাঠি, ভালো কোয়ালিটির হাতমোজা, ট্র্যাকিং বুট। আপনার ব্যাগে অবশ্যই কিছু শুকনো খাবার রাখবেন। কেদারনাথে AIRTEL ও JIO সিম অনায়াসেই চলবে অবশ্যই এই দুটোর মধ্যে একটি সিম আনবেন। VI ভুল করেও নিয়ে যাবেন না কোন রকম ভাবেই সিগনাল পাওয়া যায় না এই সিমে।

কিছু কিছু জায়গায় ফ্রি ওয়াইফাই জোন হয়েছে যার মাধ্যমে আপনি মোবাইল ইন্টারনেটের মাধ্যমে বাড়ির সবাইকে খবর দিতে পারবেন। সিমে সিগন্যাল থাকলেও কিছু কিছু সময় ইন্টারনেটের খুবই সমস্যা থাকে কিছু জায়গায়।

আরও পরুনঃ কলকাতার এই অঞ্চল গুলিতে বিদ্যুতের খরচ বাড়ছে

আরও পরুনঃ লক্ষী ভান্ডার প্রকল্পে যুক্ত হল আরো ১২ লক্ষ মানুষ! এই নতুন সিদ্ধান্তে উপকৃত হবে বহু মানুষ

কেদারনাথ যাত্রা তে কত খরচ?

কেদারনাথ যাত্রাতে খরচ সম্পূর্ণ রূপেই আপনার উপর। আপনি চাইলে প্রাইভেট গাড়িতে করেও যেতে পারবেন অথবা হেলিকপ্টারে করেও যেতে পারবেন সম্পূর্ণটাই আপনার বাজেটের উপর। তবে সর্বনিম্ন হরিদ্বারের পর থেকে যাতায়াত খরচা এবং থাকার চামেলিয়ে ধারণা করা যেতে পারে ৩০০০ থেকে ৩৫০০ হাজার টাকার এর মধ্যে।

থাকা ও যাতায়াতের সাথে আপনাকে কিছু দরকারী জিনিসপত্র নিতে হবে। তবে চিন্তার কোন কারণ নেই উচ্চ তাতে আপনি অনায়াসেই খাবার পাবেন। ম্যাগি এখানে যে কোন জায়গাতে পাওয়া যায়। ৮০ টাকা থেকে খাবারের খরচা শুরু ১৫০ টাকা ২০০ টাকা এবং ৩০০ টাকা পর্যন্ত খাবারের খরচা হতে পারে প্রতিজন। আপনার বাজেটের উপরে নির্ভর করবে আপনি কতটা খরচা করতে পারবেন। 

যাতায়াতের খরচা ভাড়া ও থাকা খাওয়া মিলিয়ে আপনার খরচ া ৬০০০ থেকে ৭০০০ টাকা সর্বোচ্চ হতে পারে। হাওড়া থেকে আপনি যাতায়াত করতে চাইলে আপনার জেনারেল ক্লাসে টিকিট পড়বে প্রায় ৪০০ টাকা পর্যন্ত। 

সবার যাত্রা শুভ হোক।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন