সিদ্ধার্থ কিয়ারা কবে বিয়ে করছেন ?

Kiara Siddharth
kiara – Sidharth

সিদ্ধার্থ কিয়ারা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ থাকে এই দুটি নাম। কখনোই দুজনকে অফিশিয়াল ভাবে নিজেদের সম্পর্ক প্রকাশ করতে দেখা যায়নি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু তাদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর চর্চা হতে থাকে। কতদিন শেরশাহ সিনেমার রিলিজের এক বছর পূর্ণ হল। গত দিন একটি লাইভে সিদ্দার্থ মালহোত্রা ও কিয়ারা আদ্ভানিকে একসাথে দেখা যায়। 

কাপিল শর্মা শো নামক একটি রিয়েলিটি শো থেকে জানা যায়, “কিয়ারা জানিয়েছিলেন তার সম্পর্ক নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে জানাতে রাজি নয়, সে একবারে বিয়ের খবর প্রকাশ করতে চায়”। এর পিছনে একটি কারণ রয়েছে, কিয়ারা আদবানীর প্রথম সম্পর্ক হয়েছিল ক্লাস 10 এ। এই কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় তার পার্সোনাল সম্পর্ক নিয়ে প্রকাশ করতে চান না। 

আগের বছর ঠিক এই সময় শেরশাহ সিনেমাটি রিলিজ হয়, তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় কিয়ারা ও সিদ্ধার্থ নিয়ে প্রচুর চর্চা শুরু হয়। শেরশহ সিনেমাটিতে সিদ্ধার্থ – বিক্রম বাত্রা কিয়ারা – ডিম্পেল চিমা এর পার্ট করেছিলেন। সিনেমাটিতে দেখা গেছিল এক অতুলনীয় প্রেমের জুটি। দেখে সত্যিই মনে হচ্ছিল তারা যেন নিজের জীবনের একটি সময় কাটাচ্ছিলেন প্রেমের মধ্যে দিয়ে। গতদিন কিয়ারা আদভানি কে দেখা গেছে সিদ্ধার্থ মালহোত্রা এর বাড়িতে যেতে। অন্য একজন এক্টর যিনি একটি হলুদ ছাতা দিয়ে কিয়ারা আদভানি কে গার্ড করেছিলেন তবে রিপোর্টারদের মাধ্যমে সেটি ভাইরাল হয়ে যায়। 

কিছুদিন আগেই কিয়ারা আদভানি তার জন্মদিন পালন করতে দেখা যায় দুবাইতে, সাথে ছিল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা – র ভাই। কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা হয়তো সামনেই বিয়ে করতে চলেছে। 

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Leave a Comment