ভারতবর্ষের প্রায় 30 কোটি ঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। তার জন্য প্রায় 70 কোটি সিলিন্ডার এর প্রয়োজন হয়। নিকটবর্তী গ্যাসের ডিলার দের কাছ থেকে আপনি আগে গ্যাস বুক করে বাড়িতে ডেলিভারির জন্য অর্ডার করেন। কিন্তু বর্তমানে জালিয়াতির শিকার হচ্ছে বহু মানুষ। সাধারণত গ্যাসের পরিমাণ থাকে প্রায় 15 লিটার। কিন্তু গ্যাসের ডিলার ও যারা ডেলিভারি করছে সবাই মিলে মিশে এই জালিয়াতি শুরু করেছে।
বর্তমানে গ্যাসের সিলিন্ডার থেকে অল্প অল্প করে গ্যাস বার করে আলাদা করে বিক্রি করে এই ডিলাররা। এর মাধ্যমে সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে। গ্যাসের দাম দিনের পর দিন বাড়তেই থাকবে তারপরেও গ্যাসের ডিলাররা গ্যাস চুরি করছে অন্য জায়গায় বেশি দামে বিক্রি করছে।
বর্তমানে কেন্দ্র সরকার নতুন পদ্ধতি এনেছে। যার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন এই গ্যাসের সিলিন্ডার এর মধ্যে কত পরিমাণ গ্যাস রয়েছে, কবে ভর্তি করা হয়েছে, কোন ডিলার এর কাছ থেকে এই গ্যাসের সিলিন্ডার আনা হয়েছে, কতবার গ্যাসের সিলিন্ডার রিফিল করা হয়েছে সমস্ত কিছু।
মোট 34 টি ট্রেন বাতিল করা হলো আগামী 10 দিনের জন্য, নিত্যযাত্রী হলে অবশ্যই দেখে নিন
Taruner Swapna Scheme 2022: এই স্কিমের মাধ্যমে সবাই পাবে 10,000 টাকা করে
Gas ( রান্নার গ্যাস ) Track using QR code
বর্তমানে সব জায়গাতেই QR Code এর প্রচলন দেখা যায়, টাকা পেমেন্ট থেকে শুরু করে যে কোন টেকনিক্যাল বিষয় এই QR Code আপনি দেখতে পাবেন। এই QR Code কোড কে হাতিয়ার করে ভারত সরকার এই পদ্ধতি এনেছে, যার মাধ্যমে এই সুযোগ সুবিধাগুলি আপনি পাবেন। আগামী ৩ মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ করা হবে বলে জানা গেছে।
Fueling Traceability!
— Hardeep Singh Puri (@HardeepSPuri) November 16, 2022
A remarkable innovation – this QR Code will be pasted on existing cylinders & welded on new ones – when activated it has the potential to resolve several existing issues of pilferage, tracking & tracing & better inventory management of gas cylinders. pic.twitter.com/7y4Ymsk39K
যখন গ্যাস এর সিলিন্ডারের লেগে থাকা QR Code ফোনের মাধ্যমে স্ক্যান করবেন আপনার ফোনে ইন্টারনেট একসেস থাকলে সমস্ত ডিটেইলস আপনি দেখতে পেয়ে যাবেন। অবশ্য সেটি গ্যাস ডেলিভারি হওয়ার সময় তখনই চেক করে নেবেন কারণ গ্যাস ডেলিভারি হয়ে যাওয়ার পরে, আপনি জালিয়াতির শিকার হলে, গ্যাসের ডিলার ও ডেলিভারি ম্যান সেটি মানতে না করতে পারে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |