Kolkata Municipal Recruitment: বর্তমান সময় চাকরি ও কর্মসংস্থানের খবর যুবক যুবতীদের মনে মুখে হাসি ফুটিয়ে তোলে। দুর্নীতির সময়ে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আরো একটি কর্মসংস্থান খবর। কলকাতা পৌরসভাতে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। আসুন দেখে নিন কোন কোন পদে নিয়োগ চলছে এবং আপনি কিভাবে আবেদন করতে পারবেন?
Kolkata Municipal Recruitment | কলকাতা পৌরসভা নিয়োগ:
কলকাতা পৌরসভা শূন্য পদ সংখ্যা ও বিস্তারিতঃ কলকাতা পৌরসভায় বর্তমানে মাত্র 7 জনের নিয়োগ করা হবে। এর মধ্যে পাঁচটি স্পেশালিস্ট পদ রয়েছে ও দুটি মেডিকেল অফিসার পদ।
শিক্ষাগত যোগ্যতাঃ স্পেশালিস্ট পদের জন্য আপনাকে কমপক্ষে MBBS ও স্নাতক উর্ত্তীন্ন হতে হবে সরকার স্বীকৃত প্রতিষ্ঠাতা থেকে। মেডিকেল অফিসার পদের জন্য আপনাকে MBBS উত্তীর্ণ হতে হবে।
বয়স সীমা: 22 বছর থেকে সর্বোচ্চ 62 বছর পর্যন্ত সময় সীমা।
আবেদন মূল্য: এই পদ্ধতির জন্য আবেদন করতে আপনাকে কোন রকম পয়সা দিতে হবে না।
- বন্ধণ ব্যাংকে চাকরি শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে নিয়োগ | Bank Recruitment
- SBI Recruitment: স্টেট ব্যাংকে নিয়োগ হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে, বার্ষিক বেতন 8 লক্ষ
নিয়োগ পদ্ধতিঃ আপনাকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই কাজে নিযুক্ত হতে হবে।
বেতনঃ 70,000 টাকা স্পেশালিস্ট অফিসারের জন্য ও 60,000 টাকা রয়েছে মেডিকেল অফিসারের জন্য।
ইন্টারভিউ ঠিকানা: Room No.254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5 S.N. Banerjee Road, Kolkata-700013.
ইন্টারভিউ সময়: আগামী ডিসেম্বর মাসের 6 তারিখ।
অফিশিয়াল নোটিফিকেশনঃ Click Here
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |