মাধ্যমিক পাশে জেলা আদালতে ক্লার্ক নিয়োগ!!

KRISHNANAGAR court clerk recruitment
KRISHNANAGAR court clerk recruitment

নদিয়া জেলা আদালতের ক্লার্ক নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে এই নিয়োগের বিষয়ে। মোট তিনটি পদের জন্য নিয়োগ কার্য হবে। পশ্চিমবঙ্গের যেকোনো বাংলাভাষী প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী শিক্ষকতা যোগ্যতা বয়স সীমা বিস্তারিত আলোচনা করা হলো নিচে।

জেলা আদালতে ক্লার্ক নিয়োগ

পদের নাম: Bench Clerk for fast track court

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য কোন পরীক্ষায় পাশ করা সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে টাইপিং এর সার্টিফিকেট। কম্পিউটারে লেখার এবং অপারেশনের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদ: ছয়টি

বেতন: ১০,০০০

দ্বিতীয় পদের নাম: English Stenographers for fast track court

শিক্ষা যোগ্যতা: একই রকম ভাবে পশ্চিমবঙ্গের স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক এবং সমতুল্য কোন পরীক্ষায় পাস করার সার্টিফিকেট এছাড়াও কম্পিউটার সার্টিফিকেট ও স্টেনোগ্রাফিতে দক্ষতা থাকা দরকার।

মোট শূন্যপদ দুটি

বেতন: ৮০০০

তৃতীয় পদের নাম: Peon in additional district judge court.

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃতি প্রাপ্ত ভোট থেকে ষষ্ঠ শ্রেণি পাস করা থাকতে হবে এছাড়াও কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকা গুরুত্বপূর্ণ।

বেতন: ৮০০০ টাকা

বয়সীমা: উপরের সবগুলি পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ধার্য হয়েছে ৬২ বছর।

আবেদন পদ্ধতি: আপনি আবেদন করতে পারবেন সম্পন্ন অফলাইন পদ্ধতির মাধ্যমে। অফিসিয়াল নোটিফিকেশন থেকে ফর্ম ডাউনলোড করে তাতে আপনার সমস্ত তথ্য পূরণ করে, যোগ্যতার প্রমাণপত্র এছাড়াও পূর্বের কাজ করার অভিজ্ঞতা নিয়ে খামে বন্ধ করে জমা দিন নিচে দেওয়া ঠিকানায়।

জমা দেওয়ার ঠিকানা: Krishnagar George court, Zila Adalat Shaban, Pin: 741101

আবেদনের শেষ সময় ৩০ শে মে ২০২৩

Official notification: Click Down

Official website: Click here