পরিচয় পত্র KYC না করলে, সরকার বাতিল করবে পরিচয়

পরিচয় পত্র KYC না করলে, সরকার বাতিল করবে পরিচয়
পরিচয় পত্র KYC না করলে, সরকার বাতিল করবে পরিচয়

ব্যাংকে নিজের পরিচয় পত্র যাচাই করনের জন্য KYC করতে হয় আপনি নিশ্চয়ই জানেন। এবার কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী পরিচয় পত্রেও করতে হবে কেওয়াইসি। ভোটার আধার থেকে প্যান কার্ড সবকিছুতেই থেকে যাচ্ছে বিভিন্ন ত্রুটি, ত্রুটি একেবারে সংশোধন করতে এই ব্যবস্থা নেওয়ার কথা চিন্তাভাবনা করছেন কেন্দ্র। যেমন ব্যাংকের কেওয়াইসি করা গ্রাহকদের একটি মাথা ব্যাথার কারণ তেমনি এটিও নাগরিকদের জন্য একটি নতুন করে মাথা ব্যথার কারণও বটে।

সরকার এই সিদ্ধান্ত বলবত করা শুরু করে দিয়েছে। আধার কার্ড দিয়ে এটি কে শুরু করা হয়েছে। প্রত্যেক ১০ বছর অন্তর আঁধারের তথ্য ভেরিফাই করাতে হবে। পাশাপাশি একটি সুবিধা ও তৈরি হয়েছে যদি কারোর ঠিকানা অথবা ফোন নাম্বার এই দশ বছরের মধ্যে চেঞ্জ হয় তাহলে সে খুব সহজেই KYC করানোর সময় এগুলিকে আঁধার কার্ড থেকেও চেঞ্জ করে নিতে পারবে।

মাত্র 26 টাকা রিচার্জ করে সিম চালু রাখুন

ফোন থেকেই জানতে পারবেন আপনার বাড়ির গ্যাস চুরি হয়েছে কি না, জানুন কিভাবে?

তবে মোদি সরকার চাইছে এই একই নিয়ম সমস্ত পরিচয় পত্রের ক্ষেত্রেই প্রযোজ্য করতে। তারা চাইছে দেশের নাগরিকের প্রত্যেকটি পরিচয় পত্র যেমন রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড প্রভৃতির তথ্য যেন একই হয়। এই প্রকল্পের লক্ষ্য একটাই সমস্ত পরিচয় পত্রের আপডেট প্রথা কে চালু করা। ভোটার  কার্ড এর ক্ষেত্রে বুথ লেভেলের অফিসারদের প্রত্যেকটি কার্ডের তথ্যকে আপডেট করার নির্দেশ দিয়েছে। তার সঙ্গে সঙ্গে পাসপোর্ট লাইসেন্স রেশন কার্ড প্রকৃতিগুলিও আপডেটের ওপর জোর দিতে চায় কেন্দ্র। বিশেষজ্ঞরা মনে করছেন কার্ড সংশোধনের ফলে যেকোনো প্রকল্পের টাকা খুব সহজেই পাওয়া যেতে পারে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন

Leave a Comment