VIDYADHAN: Life insurance corporation of India দারুন সুখবর নিয়ে এসেছে। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বড় উদ্যোগ নিয়েছে এলআইসি কোম্পানি। যেকোনো ভারতীয় পড়ুয়া মাধ্যমিক পাশের পর স্নাতকোত্তর পর্যন্ত এই স্কলারশিপ টি পাবে। VIDYADHAN স্কলারশিপটি দেওয়ার উদ্দেশ্য হল ছাত্র-ছাত্রীরা যাতে উচ্চশিক্ষা লাভ করতে কোন প্রকার বাধা না পায়।
LIC HFL এই সংস্থাটি বিভিন্ন সময় সারা ভারতবর্ষে সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। এই কোম্পানির উদ্দেশ্য হল গরিব ঘরের ছেলেমেয়েরা, উচ্চশিক্ষার সুযোগ পায় , সমস্ত প্রতিকূলতা কাটিয়ে যেন পড়াশোনায় মনোযোগী হতে পারে।
স্নাতকোত্ত যেকোনো ইনস্টিটিউশনের কলেজ ,বিশ্ববিদ্যালয় পড়ুয়ার এই স্কলারশিপের জন্য এপ্লাই করতে পারবে। তবে শিক্ষার্থীকে ৬০% অথবা ৬০% ভার্সনের বেশি নাম্বার থাকতে হবে, পড়ুয়ার বাড়ির ইনকাম সোর্স ৩ লক্ষ ৬০ হাজার টাকার কম হতে হবে। তবেই একজন শিক্ষার্থী VIDYADHAN স্কলারশিপ এ ২০,০০০ টাকার জন্য এপ্লাই করতে পারে। এবং সেই সঙ্গে যেসব শিক্ষার্থী স্নাতকের জন্য পড়াশোনা করছেন ,তারা যে কোন ইনস্টিটিউট থেকে ১৫০০০ টাকার স্কলারশিপ এপ্লাই করতে পারবেন এবং অবশ্য শিক্ষার্থীদের ৬০ শতাংশ নাম্বার পেতে হবে।
মাধ্যমিক পাস শিক্ষার্থীরা যে কোন স্কুল থেকে এপ্লাই করতে পারে ৬০ শতাংশ নম্বর অবশ্যই পেতে হবে, এক্ষেত্রে তারা ১০,০০০ টাকা স্কলারশিপ পাবে।
আরও পরুনঃ হাওড়া পুরী বন্দে ভারত নিয়ে গোপন তথ্য ফাঁস! চর্চায় রেলের তরফ থেকে জানা গেল নতুন খবর
VIDYADHAN স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে করা হবে। গুগল ক্রোমে Buddy4Study এ যান LIC HFL VIDYADHAN scholarship লিঙ্কে ক্লিক করুন। স্টার্ট বাটনে ক্লিক করে আপনার সঠিক নথিটি প্রদান করুন। সাবমিট করার আগে প্রিভিউ অপশনে গিয়ে আরো একবার চেক করে নিন। সাবমিট বাটনে ক্লিক করুন।
আরও পরুনঃ ফাঁসির আগে আসামীর কানে কি বলা হয় জানেন?
আবেদনের জন্য অবশ্যই আপনার প্যান কার্ড, আধার কার্ড, প্রিভিয়াস ইয়ার্স মার্কশিট, অ্যাকাউন্ট ডিটেলস, ইনকাম সার্টিফিকেট, ফাস্ট সার্টিফিকেট ,কারেন্ট ক্লাস এডমিশন প্রুফ সঙ্গে করে নিয়ে যাবেন।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |