LIC Agent আপনাকে বোকা বানাচ্ছে না তো? প্রতিমাসে আপনার কাছ থেকে LIC এর Premium নিয়ে যাচ্ছে কিন্তু তা সত্বেও কোন Slip দিচ্ছেনা ও কোম্পানির অন্যান্য নতুন Scheme এর ব্যাপারে আপনাকে খবর দিচ্ছে না। আপনার সাথে এরকম হয়ে থাকলে আপনি বড় LIC জালিয়াতির শিকার হয়েছেন। আমাদের আর্টিকেল বিস্তারিত পড়তে থাকুন। তবে জানতে পারবেন আপনার LIC Agent আপনার কাছ থেকে কি কি লুকাচ্ছে, আপনার কটা প্রিমিয়াম জমা দেওয়া হয়েছে, এছাড়াও কোম্পানি নতুন কিকি স্কিম আনছে। বিস্তারিত জানতে পারবেন আপনার ফোনের Whatsapp এর Chat এর মাধ্যমে।
LIC premium update পান ফোনের Whatsapp এ
আপনি Whatsapp চ্যাটের মাধ্যমে আপনার LIC প্রিমিয়াম ও কত টাকার বাকি হয়েছে, নতুন কি স্কিম এবং নতুন কি বেনিফিট রয়েছে সবকিছুর ব্যাপারে জানতে পারবেন।
- প্রথমে আপনাকে LIC এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। Link: Click here
- আপনার বাঁদিকে অপশন দেখতে পারবেন Costomer Portal, সেখানে ক্লিক করে New User এ ক্লিক করবেন।
- আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট, যেমন জন্মতারিখ প্যান কার্ড নম্বর আপনার প্রিমিয়াম এর মূল্য ফোন নাম্বার ইত্যাদি পূরণ করবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।
- রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আপনাকে আইডি ও পাসওয়ার্ড নিজের পছন্দে বানিয়ে নেবেন।
- সেই আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টটি Log in করবেন।
- অ্যাকাউন্ট লগইন করার পরে আপনার সামনে অপশন থাকবে Besic Services অধীনে থাকা Add policy অপশনে ক্লিক করুন।
- আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো একই হওয়া প্রয়োজন যদি আলাদা হয়ে থাকে তবে আলাদা করে হোয়াটসঅ্যাপ নাম্বার আপডেট করতে হবে।
- LIC এর হোয়াটসঅ্যাপ নাম্বারে Hi লিখে মেসেজ করতে হবে। কোম্পানি আপনাকে এক রুটি বিকলপ এর অবসান হোয়াটসঅ্যাপে পাঠাবে। তার মাধ্যমে আপনি আপনার পছন্দমত যে জিনিসটি প্রয়োজন তা জানতে পারবেন।
আরও পরুনঃ
LIC Whatsapp এর মাধ্যমে আপনি কি কি বিষয় জানতে পারবেন দেখে নিন:
• প্রিমিয়াম ডিউ
• বোনাস সম্পর্কিত তথ্য
• পলিসি স্ট্যাটাস
• লোন এলিজিবিলিটি কোটেশন
• লোন রিপেমেন্ট কোটেশন
• লোন ইন্টারেস্ট ডিউ
• প্রিমিয়াম পেইড সার্টিফিকেট
• ULIP – ইউনিটের স্টেটমেন্ট
• LIC সার্ভিসের লিঙ্ক
• সার্ভিস অপ্ট ইন/অপ্ট আউট
LIC Whatsapp Number: 8976862090
Whatsapp Number Update Link: Click Here
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |