LIC Vidyadhan Scholarship: ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে অনেক ধরনের স্কলারশিপ রয়েছে কিন্তু এলআইসি বিদ্যাধন স্কলারর্শিপ, খুবই সাহায্য করবে ধারণা করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে যারা সফল নয় তাদের জন্য স্কলারশিপ একটি দারুণ সুযোগ। অনেক ছাত্র-ছাত্রী রয়েছে যারা পড়াশোনার কারণে বাইরে পড়তে যেতে পারেনা এবং পড়াশোনার পাশাপাশি কাজকর্ম করতে হয় তাদের জন্য স্কলারশিপ সূর্যের আলোর মতো কাজ করে।

LIC Vidyadhan Scholarship এর মাধ্যমে বার্ষিক 20,000 টাকা পাবে ছাত্র-ছাত্রীরা, কিন্তু কারা পাবে কিভাবে পাবে কি কি শর্ত গুলি রয়েছে তা জানতে গেলে অবশ্যই আর্টিকেলটি বিস্তারিত হবে পড়বেন।
এলআইসি বিদ্দ্যাধন ( LIC Vidyadhan Scholarship ) স্কলারশিপের প্রধান উৎস হল এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেড। যারা পড়াশোনার সম্পন্ন খরচা চালাতে সক্ষম তাদের জন্য বিশেষ করে এই স্কলারশিপ। প্রধানত এই স্কলারশিপ ব্যবহার হবে বিদেশে পড়তে যাওয়ার জন্য কিন্তু প্রশ্ন হলো 20,000 টাকায় কি সম্ভব এই যুগে।
LIC Vidyadhan Scholarship কাদের জন্য?
প্রধানত এই স্কলারশিপ তাদেরকে দেওয়া হবে যারা দশম শ্রেণী থেকে স্নাতকোত্তর অর্থাৎ গ্রাজুয়েশন পর্যন্ত ভালো নাম্বার রেখেছে কমপক্ষে 60 শতাংশের বেশি। যারা 2022 থেকে 2023 পর্যন্ত গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। LIC Vidyadhan Scholarship তাদের দেওয়া হবে। যাদের পরিবারের বার্ষিক আয় 3,60,000 বেশি হবে না।
LIC Vidyadhan Scholarship আবেদনের শেষ সময় ঃ
LIC Vidyadhan Scholarship এর আবেদনের শেষ সময় এই মাস অর্থাৎ 31 শে অক্টোবর পর্যন্ত। আবেদন করতে হলে আপনাকে অনলাইনে অফিশিয়াল পেজ টি ওপেন করতে হবে যার লিংক আমরা নিচের দিয়ে রাখছি : “www.b4s.in/it/LHVP2”
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |