পার্কে বসে প্রেম করলে পুলিশ তুলে নিয়ে যেতে পারে? কি জানালো কোর্ট দেখুন

Couples at park
Couples at park

বর্তমানে বিভিন্ন জায়গায় পার্ক রয়েছে সেখানে 18 বছরের বেশি অর্থাৎ অ্যাডাল্ট যারা যেকোনো পার্কে গিয়ে তাদের গোপন মুহূর্ত কাটানোর চেষ্টা করে। কাছাকাছি বসে চুম্বন এবং জড়িয়ে ধরা আরও ইত্যাদি। কিন্তু অনেকেই এ বিষয়ে ভয় পায় পার্কে বসে প্রেম করলে পুলিশে ধরে নিয়ে যাবে কিনা?

প্রেম করার সময় মনের ভিতর একটু হলেও ভয় থাকে কেউ দেখে নিলেও কি না বা পুলিশে কোন সমস্যা করবে কিনা। তবে হ্যাঁ পুলিশে সমস্যা করতে পারে এটি আপনার জেনে রাখা দরকার আপনি কোন পার্কে গিয়ে আপনার গোপন মুহূর্ত ততটা পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন যতটা আপনার পাশের মানুষগুলি সমস্যা করবে না। পুলিশের সমস্যা করতেই পারে বা আপনাকে হঠাৎ করে গাড়িতে তুলতেই পারে তবে আপনি যদি আপনার সীমাবদ্ধ বজায় রাখেন তবে পুলিশ সেটি করতে পারেনা।

আরও পরুনঃ IPL এর মার্কেট ৯১ হাজার কোটি টাকা! তারমধ্যে চ্যাম্পিয়ন দল কত পাচ্ছে?

আরও পরুনঃ Viral: জাতীয় সংগীত ও পতাকা নিয়ে বিদ্রুপ কর

পুলিশে আপনাকে ফলো করলে এবং আপনাকে এবং আপনার সঙ্গে কে আটক করতে চাইলে আপনি কথার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে নিজে বাঁচতে পারেন আপনি যদি তার সাথে উল্টে ঝামেলা করেন তবে বিপদ আপনারই পারবে। তবে পুলিশ যদি আপনার কথা একদমই না শোনে তবে পুলিশের ব্যাচের লেখার নাম অবশ্যই ভালো করে দেখে নেবেন পারলে ভিডিও করার চেষ্টা করবেন। এরকম অনেক সময় হয় যখন আপনার পাশের জন গোপন মুহূর্তের কোনো সীমাবদ্ধ বজায় রাখে না এবং পুলিশে দেখে তাদের কেউ গাড়িতে তোলার সাথে সাথে আপনাদের কেউ আটক করে। আপনি আপনার সীমাবদ্ধতা বজায় রাখার পরেও আপনাকে পুলিশে ধরলে ঘাবড়াবেন না সমস্যার সমাধান করতে শিখুন।

তবে মনে রাখবেন পার্কে কখনোই আপনার লিমিট ভুলবেন না কারণ পার্ক সম্পূর্ণভাবে এডাল্টদের জায়গা নয় ফ্যামিলির বিভিন্ন মানুষ আসে অল্প বয়স থেকে বার্ধক্য পর্যন্ত। তাদের সেই বিষয়টি চক্ষু লজ্জা লাগতে পারে। আপনার নামে যদি কেউ অভিযোগ জানায় তবে আপনাকে এবং আপনার সঙ্গে কে তিন মাস পর্যন্ত জেল খাটতে হতে পারে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন