5G ফোনের সন্ধানে রয়েছেন? কম দামী 5G ফোনের লিস্ট

কম দামী 5G ফোনের লিস্ট
কম দামী 5G ফোনের লিস্ট

টেলিকম কোম্পানি এয়ারটেল এবং জিও কিছুদিন আগেই ভারতে এনেছে তাদের 5G পরিষেবা। অনেকেই চান একটি নতুন 5G ফোন কিনতে। তাদের জন্যেই এই প্রতিবেদন। আজ দেখে নেবো এমন 5টি 5G স্মার্ট ফোন যা দামে কম মনে ভালো। এবং এগুলো প্রত্যেকটি উপলব্ধ রয়েছে amazon এবং Flipkart এ। চলুন দেখে নেয়া যাক ফোন গুলি:

সব থেকে কম দামী 5G ফোনের লিস্ট:

Samsung Galaxy M13 5G: 5000mah ব্যাটারি সহ এই স্মার্টফোনটির দাম মাত্র ১৩,৯৯৯ টাকা। 4gb 64gb এই ভেরিয়েন্টে এই ফোন টি পাবেন যা 1tb পর্যন্ত কার্ডের মাধ্যমে বারাতে পারবেন। MediaTek Dimensity 700 Octacore প্রসেসার পাবেন এই মোবাইল এ। তাছাড়াও এতে রয়েছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের 2টি ক্যামেরা। সেলফি এর জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

OPPO A74 5G: 6gb 128gb ভেরিয়েন্টের সাথে এই ফোনটি আপনি পাবেন মাত্র ১৪,৯৯৯ টাকায়। 256 gb অব্দি sd card আপনি লাগাতে পারবেন এতে। এই ফোনে পাবেন ফুল HD 6.49-ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে, সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট আনলক এবং 5000mah এর ব্যাটারি। 48 ও 8 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে এই ফোনে।

Redmi 11 Prime 5G : 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোন পাবেন মাত্র ১৩, ৯৯৯ টাকায়। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 চিপসেট। 5000 mah এর ব্যাটারি সহ পাবেন 50-মেগাপিক্সেল এর ক্যামেরা।

POCO M4 Pro 5G: 6GB RAM,128GB ইন্টারনাল স্টোরেজ সহ এটি আপনি পাবেন ১৪,৯৯৯ টাকায়। 5000mah এর ব্যাটারি সাথে সাথে এর মধ্যে আপনি পাবেন ফুল HD 6.6-ইঞ্চি ডিসপ্লে। সেলফি ক্যামেরায় রয়েছে চমক সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

Realme 9i 5G: 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ এটি পাবেন মাত্র ১৪,৯৯৯ টাকায়। এই ফোন টিতে পাবেন ট্রিপিল ক্যামেরা সেটআপ। যেখানে রয়েছে 50 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন

Leave a Comment