২০২২ সালে মা দুর্গা কিসে আসছেন! আমাদের জন্য কতটা শুভ?

মা দুর্গা সাধারনত গজ, ঘটক, নৌকা ও দোলাতে আগমন ও গমন করেন। দেবীর আগমন ও গমনের ওপর প্রকৃতি নির্ভর করে। সপ্তাহের সপ্তমী ও দশমী তিথি বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর দোলায় আগমন বা আগমন ঘটে। মা দুর্গা দোলানায় এলে মহামারী বা অশুভ কিছু লক্ষণ দেখা দেয়।

Maa Durga

সপ্তমী তিথি বা দশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে দেবীর ঘটকে আগমন হয়। দেবের ঘটকে আগমন মা গমন ধ্বংসকে নিশ্চিত করে। সপ্তমী তিথি বা দশমী তিথি বুধবার হলে দেবীর নৌকায় আগমন ঘটে। মায়ের নৌকায় আগমন বন্যা বা জলমগ্ন কোন বিষয়কে ইঙ্গিত করে, আবার নৌকায় আগমনে শস্যপূর্ণ হবে পৃথিবী।

দেবীর গজে আগমন বা গমন শুভ দিকে নির্দেশ করে। সপ্তমী তিথি বা দশমী তিথি রবিবার বা সোমবার হলে গজে আগমন হয়।এই বছর দেবীর আগমন হবে গজে। যেটা পৃথিবীবাসীর কাছে অত্যন্ত শুভ লক্ষণ। সারা বসুন্ধরা সর্ষে পরিপূর্ণ হবে। অন্যদিকে উমা গমন করবে নৌকায় জল ও শস্যকে পরিপূর্ণ করবে। এবছর দেবীর আগমন আগমন দুই পৃথিবী বাসীর কাছে শুভ।

নতুন খবর এবং টেকনিকাল খেলাধুলা জ্ঞান মূলক তথ্য জানতে হলে আমাদের নোটিফিকেশন বেলটি Allow করতে ভুলবেন না এবং আমাদের সাথে জুড়ে থাকবেন

Leave a Comment