লাল পাহাড়ের দেশে মদন মিত্র কি করছেন? ফটো শেয়ার করেই ভাইরাল ফটো

মদন মিত্র মধুমিতা
মদন মিত্র মধুমিতা | IMG source: ananda bazaar

কালারফুল বয় নামে পরিচিত মদন মিত্র। দেখা গেছে অভিনেত্রী মধুমিতা এর সাথে মদন মিত্র কে কোনো এক প্যান্ডেলে জড়িয়ে ধরে ফটো তুলতে। ছবিতে দেখা গেছে হাসি মুখ 2 জনেরই। মধুমিতা এর লাল রঙের ক্রপের টপ আর মদন দা কে দেখা গেছে গাঢ় নীল রঙের পাঞ্জাবী তে। মদন দা কে সবুজ রঙের চশমায় লাগছিল হিরো।

ফটো পোস্ট না হতে হতেই গুলির বেগে ভাইরাল হয়ে গেলো ফটো। মানুষের আলাদা আলাদা মন্তব্য দেখা গেছে, এই ফটো এর নিচে। অনেকে বলেছে ‘কচি মামুনির পাশে বুড়ো দাদু কি করছে?’ তবে মদন মিত্র এর কোনো  যায় আসেনা। মদন দা নিজ মেজাজে পুরো যৌবন অনুভব করেন। কিছুদিন আগে জিমের মধ্যে কসরত করতে দেখা গেছে মদন দা কে। 

সুইমিং পুল এ দাদু নাতির খুনসুটি দেখা গেছিল কিছুদিন আগেই। সোশ্যাল মিডিয়া তে নানান রকমের মিম তৈরি হয়ে দেখা গেছে। সমুদ্রের পাড়ে মদন দা কে পরে যেতে দেখা গেছে, সেটা নিয়েও খিল্লি হতে দেখা গেছে। মদন মিত্র নিজে সব সময় সোশ্যাল মিডিয়া তে এক্টিভ থাকতে দেখা গেছে। মদন মিত্র এর কিছু ডায়লগ, ওহঃ লাভলি, মদন মিত্র লাইভে আছে। 

মধুমিতা বলেছে উনি আমার বাবার মতন, বাবার সাথে জড়িয়ে ফটো তুলতে ধিধা বোধ ও অস্বস্তি এর কারণ নেই বলে মনে হয়। কিন্তু সাধারণ মানুষের কাছে এটা একটু অন্য রকমের দেখাচ্ছে। 

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন