মমতা ব্যানার্জি সই এর মাধ্যমে ভুয়ো চাকরির নিয়োগ পত্র, বিপদে পড়েছেন বহু মানুষ

Mamata Bannerjee Fake Sign on recruitment latter of Police job
Mamata Bannerjee Fake Sign on recruitment latter of Police job

চাকরির সংকট তার মাঝে রাজ্যে দুর্নীতির শেষ নেই। বারবার প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল হচ্ছে। টাকার মাধ্যমে অনেকেই চাকরি নেওয়ার চেষ্টা করছে এর মাঝে নতুন খবর জানা গিয়েছে। মমতা ব্যানার্জির সই এর মাধ্যমে ভুয়ো চাকরি নিয়োগ পত্র বার করে চাকরি দেওয়ার চেষ্টা চলছিল কিছু মানুষের। খবর জানাজানি হতেই শোরগোল।

গত রবিবার জানা গিয়েছে দুর্গাপুরের সাতজন এই ভুয়ো চাকরির নিয়োগপত্রের শিকার হয়েছে। জানা গিয়েছে মমতা ব্যানার্জি শৈশব পুলিশ কমিশনারের সই এবং সিল সমস্ত কিছুই ভুয়ো বসানো হয়েছে একদম অরিজিনাল এর মত।

পুলিশের তদন্তে জানা গিয়েছে এই ভুয়ো চাকরি নিয়োগের পিছনে মোটা টাকার লেনদেন করা হয়েছে। সন্দেহের চোখে রয়েছে দুর্গাপুরের পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সেভ কোড টাউনশিপের এক ব্যক্তির উপর। এ সি পি তথাগত পান্ডের মাধ্যমে জানা গিয়েছে সাতটি ভুয়ো নিয়োগ পত্র পুলিশ এখনো পর্যন্ত সংগ্রহ করতে পেরেছে।

আরও পরুন: বিদ্যুৎ বিভাগে নিয়োগ, বেতন ৫৫,০০০, আবেদনের দিন শেষের দিকে

আরও পরুন: রেশন কার্ডের এই কাজটি না করলে ১ জুলাই থেকে চাল গম পাবেন না

সিপিএম জেলা সম্পাদক মন্ডলীর একজন সদস্য পঙ্কজ রায় সরকার এর সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে গত পরশুর শনিবার রাতে এই জালিয়াতি নিয়োগ পত্রের বিষয় জানা গিয়েছে। যে ফটোটি পোস্ট হয়েছে সেই নিয়োগপত্র সংকরপুরের এলাকার রীতম দেবনাথ এর। গতকাল সকালে তার বাড়িতে গেলে তালা বন্ধ অবস্থায় পাওয়া যায় তবে এলাকার মাধ্যমে তার মায়ের খবর পাওয়া যায়, ঝুমা দেবনাথ এর। ঝুমা দেবনাথ এর দাবি তার ছেলে সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে আগামী জুন মাসের ১ তারিখে বজবজ থানায় এ এস আই অর্থাৎ এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে যোগ দেবে। তিনি জানেন না এটি অরজিনাল নাকি ডুপ্লিকেট।

মমতা ব্যানার্জি এবং পুলিশ কমিশনারের সহিত থাকার কারণে এটি বোঝা যাচ্ছে না যে এটি ডুপ্লিকেট। আরো অনেক মানুষ এই নিয়োগ পত্রের ফাঁদে পড়েছে। জানা গিয়েছে কোচবিহারে থেকে কয়েকজন মানুষ মিলে এই জালিয়াতি নিয়োগ পত্রের ব্যবসা করছে এবং তারা অনেকের টাকা জালিয়াতি করে মজুদ করেছে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel 🤩🤩এখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
WhatsApp ✔✔🤳🤳এখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন