Delhi metro Viral Video: দিল্লি ভারতবর্ষের রাজধানী। তবে ভারতবর্ষের মানুষজন নিজেরাই এই রাজধানীর ঐতিহ্যকে ঠিক রাখতে পারছে না। সাথে রেল আমাদের ভারতবর্ষের জন্য গর্বের বিষয় তার সাথে বারংবার জড়িয়ে পড়ছে বিভিন্ন অশ্লীল কান্ড কারখানা। কিছুদিন আগে একটি মেয়েকে দেখা গিয়েছিল দিল্লি মেট্রোতে ব্রা এবং মিনি স্কার্ট পরা অবস্থায় যাত্রা করতে। বর্তমানে এই ভিডিওতে দেখা গেল একটি ছেলে তার ফোনের দিকে তাকিয়ে কিছু দেখছে সাথে হস্তমৈথুন করে চলেছে মেট্রো ট্রেনের মধ্যে।
ব্রা পড়ে যাত্রা করা সেই মেয়েটি যার নাম রিদম চাননা। এই মেয়েটি পাঞ্জাবের একজন ঐতিহ্যবাহী পরিবারের মেয়ে। তবে বর্তমানে তার এই খোলামেলা পোশাকের জন্য তার বাড়ির সাথে তার কথা না মেলায় হয়তো সে বাড়িতে থাকতে পারে না। এই বিষয়ে পুলিশকে কেস করাতে মেয়েটি বলে মেট্রোতে কারোর সমস্যা থাকলে সে বলতে পারে তবে ভিডিও করা নিষিদ্ধ। তবে বর্তমানে এই মেয়েটি কি খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার কোন সোশ্যাল মিডিয়া একাউন্ট দেখা যাচ্ছে না।
Delhi metro Viral Video
Warning : Triggering content ❗️⚠️🔞
— Bandya Jat (@DandyaNhiBandya) April 25, 2023
What’s wrong with these people? And why do they exist only in Delhi metro! 😡😡
(Ignore the music, Downloaded this video from instagram reels) pic.twitter.com/MHSPDMkPBI
Against Delhi metro Viral Video Complaint
Came across a viral video where a man can be seen shamelessly masturbating in Delhi Metro. It is absolutely disgusting and sickening. I am issuing a notice to Delhi Police and Delhi Metro to ensure strictest possible action against this shameful act.
— Swati Maliwal (@SwatiJaiHind) April 28, 2023
দিল্লি মেট্রোতে দেখা গেল আজ শুক্রবারের এক ভাইরাল ভিডিওতে। এই ভিডিওতে একটি ছেলে তার ফোনের দিকে তাকিয়ে রয়েছে এবং হস্তমৈথুন করে চলেছে দিল্লি মেট্রোতে বসা অবস্থায়। সে তার ফোনে হয়তো কোন অ্যাডাল্ট ফিল্ম দেখতে পারে যে কারণে এমন অবস্থা। পাশে বসে থাকা একটি ছেলে এবং একটি মেয়ে তাকে না দেখার ভান করে চলেছে কারণ তাদের প্রচন্ড পরিমাণ অসুবিধা হচ্ছে তার পাশের যাত্রীর কাজ কর্মে।
আরও পরুনঃ দিল্লি মেট্রোর ভাইরাল সেই মেয়েটি আর নেই! কি হলো শেষ পর্যন্ত?
আরও পরুনঃ সামনের মাসে ব্যাংক বন্ধ থাকছে ১১ দিন! কবে কবে দেখে নিন
অনেক বয়স্ক মহিলা ও পুরুষ যাত্রা করছিলেন সেই মেট্রোতে তবে এখনকার দিনের কিছু মানুষের কোন খেয়াল নেই যে সে কোন জায়গায় রয়েছে। তারা ফোনের ভিতরে মগ্ন হয়ে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে উনি ভারতবর্ষে অ্যাডাল্ট ফিল্ম বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু তারপরেও মানুষ কোন না কোন কায়দার মাধ্যমে ব্যবহার করছে বিভিন্ন এডাল্ট ওয়েবসাইট।
মেট্রোরে এই ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশনকে একটি বিবৃতি জারি করা হয় এবং নিয়মমাফিক যথেষ্ট পরিমাণ শাস্তির অনুসরণ করতে বলছে এই ঘটনার বিপক্ষে।
আমাদের পোষ্টের মধ্যে এই ভিডিও দেওয়া থাকলো অবশ্যই বয়স্ক করার সামনে দেখবেন না।
আরও পরুনঃ এই প্রকল্পে ব্যাংকে টাকা না থাকলেও দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন! কিন্তু কিভাবে?
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |