জালিয়াতি থেকে বাঁচতে Masked Aadhaar Card ব্যবহার করুন

Masked Aadhaar Card
Masked Aadhaar Card

Masked Aadhaar Card: বর্তমান সময়ে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সরকারি ক্ষেত্রে এবং কোম্পানির ক্ষেত্রে সবকিছুতেই আধার কার্ড মানুষের প্রথম পরিচয়। আধার কার্ড যতই একটি মানুষের পক্ষে গুরুত্বপূর্ণ ততটাই বিপদজনক হতে পারে। অনেক কাজের ক্ষেত্রে এবং লোনের ক্ষেত্রে এপ্লাই করার সময় আধার কার্ড প্যান কার্ড ভোটের কার্ড লাগে। তবে আধার ও প্যান কার্ড সবার প্রথমে লাগে। কাজের ক্ষেত্রেও অনেকে আধার কার্ড এর ফটো পাঠাতে হয়। তবে আমরা একটু নাকোচ করি প্রথমে, বাধ্য হয়ে অনেক সময় পাঠাতে হয়। ঠিক এই সুযোগের অপব্যবহার করে অনেক ঠকবাজ মানুষ। আপনার সমস্ত ডিটেইলস নিয়ে তারা বিক্রি করে অন্যান্য ডার্ক ওয়েব এর সাইটে। এই সময় মানুষের ব্যবহার করা দরকার মাস্কড আধার কার্ড।

Masked Aadhaar Card কি?

মাস্কড আধার কার্ড অরিজিনাল এর মতই থাকে শুধুমাত্র প্রথম আটটি নম্বর X আকারে দেওয়া থাকে। শেষের ৪ টি নম্বর দেওয়া থাকে এর ফলে সম্পন্ন আধার কার্ড কে এক্সেস করতে পারেনা ঠকবাজরা। এর মাধ্যমে আপনার আধার কার্ডের অপব্যবহারের চিন্তা থাকছে না।

Masked Aadhaar Card ডাউনলোড করবেন কি করে?

আরও পরুনঃ পাঞ্জাব ব্যাংকে ATM থেকে টাকা তুলতে ব্যর্থ হলে দশ টাকা কাটবে

  • Masked Aadhaar Card ডাউনলোড করতে অবশ্যই আপনার আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক হওয়া প্রয়োজন।
  • প্রথমে আপনাকে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে লগইন করতে হবে।
  • আপনার নম্বরটি এবং ক্যাপচা করতে ফিল করে, Send OTP অপশনে ক্লিক করুন।
  • OTP এর মাধ্যমে লগইন করুন আপনার আধার একাউন্ট।
  • Do you want a masked Aadhar card? এই অপশনে ক্লিক করুন।
  • ডাউনলোড করার অপশন আসবে আপনার সামনে সেখানে ক্লিক করুন।
  • Pdf format এ আপনার আধার ডাউনলোড হবে।
  • এই pdf format এর ফাইলটি খুলতে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে যা হবে আপনার নামের প্রথম চারটি অক্ষর, বড় হাতের লিখতে হবে।

আরও পরুনঃ Bank RD: RD স্কিমে কোটি টাকার সুদ পান, কিভাবে পাবেন দেখুন

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন