বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে গত শুক্রবার জানা গিয়েছে, ৩৬০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হবে। তিনি জানিয়েছেন এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে দুর্নীতিগ্রস্ত। আরো জানিয়েছেন যারা বর্তমানে প্রাথমিক শিক্ষকের জায়গায় কর্মরত রয়েছেন ,চার মাস যাবত তারা পার্শ্ব শিক্ষক হিসেবে কাজ করবে। খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া চালু হবে। সেখানে পাশ করতে পারলেই তাদের চাকরি থাকবে, নতুবা নয়।

তবে ইতিমধ্যেই সরগর পড়েছে, এই চাকরি বাতিল এর তালিকায় নাম রয়েছে এক মন্ত্রীর মেয়ে। সঠিক বিচার বিশ্লেষণের ক্ষেত্রে কোন নেতা মন্ত্রীর মেয়ে ও যে পার পাবে না সেটা আবারও দেখিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি বাতিল এর তালিকায় মালবাজারের বিধায়ক ও অনগ্রসর কল্যাণ আদিবাসী উন্নয়ন দপ্তর দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিকবড়াইক মেয়ে সুষমা চিকবড়াইক নাম রয়েছে।
রাঙ্গামাটি চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন সুষমা চিকবড়াইক। তিনি জানিয়েছেন সেই সময় নিয়োগের ক্ষেত্রে। বি এড বাধ্যতামূলক ছিল না বলে, তিনি পরীক্ষায় বসতে পেরেছেন এবং নিজের যোগ্যতাই চাকরিটি পেয়েছিলেন। এক্ষেত্রে কোন দুর্নীতির ব্যাপার এখানে নেই।
আরও পরুন: PNB Sugam FD: পাঞ্জাব ব্যাংকের সুগম স্কিমে বড় নিয়ম পরিবর্তন, না জানলে লস
আরও পরুন: বিদ্যুৎ বিভাগে নিয়োগ, বেতন ৫৫,০০০, আবেদনের দিন শেষের দিকে
আমরা এর আগে বহুবার দেখেছি চাকরি নিয়োগের ক্ষেত্রে কিভাবে সাড়ে সাড়ে দুর্নীতি ধরা পড়েছে। এটাও দেখেছি নেতা-মন্ত্রীর ঘর থেকে কারি কারি টাকা পাওয়া গেছে। তাই সাধারণ মানুষ এইসব ঘটনাকে এখন স্বাভাবিকই ধরে নিয়েছে। যে হারে চারিদিকে দুর্নীতির ঘটনার ঘটছে, তাতে সাধারণ ঘরের ছেলেমেয়েরা অনেকটাই চাকরি নিয়ে চিন্তিত। এই ঘটনার পর বিরোধী দলনেতারা এই সুযোগ হাতছাড়া না করেই তাদের বক্তব্য রাখছেন। তারা জানিয়েছেন কোন জায়গা এমন বাকি নেই যেখানে দুর্নীতি হয়নি, প্রত্যেকটা জায়গাতেই একই অবস্থা।
তবুও সাধারণ মানুষ কিছুটা আস্তা পাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারে। সাধারণ মানুষ আশা করে রয়েছে এবারে হয়তো আশার আলো আসবে। এবার হয়তো ভালো পরিমাণ নিয়োগ হবে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel 🤩🤩 | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
WhatsApp ✔✔🤳🤳 | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |