বর্তমান সময়ে অনেকের বাড়িতেই Money Plant দেখতে পাওয়া যায়। মানিপ্লান্ট প্রধানত তো মা লক্ষ্মী এবং শ্রী গণেশের প্রতীক। মানুষের ভাবেন মানিপ্লান্ট গাছের মাধ্যমে তাদের বাড়িতে ধন-সম্পদ এর আগমন হবে।
এমনিতেও দোকান এবং বাড়িতে যদি গাছপালা থাকে তবে তা আমাদের মন এবং সৌন্দর্য দুটিকে ই ভালো রাখতে সাহায্য করে। সবুজ গাছপালার মাধ্যমে আমাদের সুখ-সমৃদ্ধি ঐতিহ্য ভালো থাকে এছাড়াও মানিপ্লান্ট গাছের মাধ্যমে মা লক্ষ্মী ও শ্রী গণেশ প্রসন্ন হন। মানিপ্লান্ট ের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে শুক্র গ্রহের আবার মা লক্ষ্মী ও শ্রী গণেশের সাথে সম্পর্ক রয়েছে শুক্র গ্রহের।
Money Plant অনেকের বাড়িতে থাকলেও সঠিক দিকে তারা প্লাস্টিকের রাখতে পারেনা যার ফলে শুক্র গ্রহ ক্ষুদ্ধ হন। যার কারণে মা লক্ষ্মী এবং শ্রী গনেশ তুষ্ট হতে পারেন। এতে আপনার বাড়িতে টাকা পয়সা আসার থেকে আপনার আরও খোয়া যাবে।
আরও পরুনঃ ট্রেনের পাখা কখনোই চুরি হয় না এর পিছনে কৌশলটি জানেন?
বাড়ি ঠিক কোন দিকে Money Plant গাছ লাগাতে হয় জেনে নিন এবং কি কি করা উচিত নয়?
যেকোনো জায়গায় মানিপ্লান্ট গাছ বলে রাখবেন না এতে অমঙ্গল এর সম্ভাবনা বেশি। মানিপ্লান্ট গাছ বাড়ির সঠিক হিসাবে দক্ষিণ-পূর্ব দিকে গাছ লাগান।
আরও পরুনঃ WhatsApp SCAM: এই নাম্বার থেকে সাবধান, নইলে খোয়া যাবে ব্যাংক তথ্য
আপনার কাছে যদি কেউ মানিপ্লান্ট গাছ চেয়ে থাকে, ভুল করেও তাকে দেবেন না এতে ক্ষতির সম্ভাবনা বেশি। কারণ শুক্র এতে তুষ্ট হন।
মানিপ্লান্ট গাছের পাশাপাশি কোন গাছ না রাখাই ভালো। যদি রেখেও থাকেন তবে সূর্য, মঙ্গল, চাঁদের মত কোন গ্রহের সংস্পর্শে মানিপ্লান্ট গাছ থাকা একদমই ঠিক নয়।
Money Plant গাছের কোন কোন বিষয় খেয়াল রাখবেন?
Money Plant কাছে আপনার বাড়িতে থাকলে অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে। এই গাছের পাতা ঝরে গেলে তৎক্ষণাৎ তা সরিয়ে ফেলতে হবে। এই গাছ যদি নিচের দিকে ঝুঁকতে থাকে তবে কোন কিছুর মাধ্যমে এর লতাপাতা নিজের দিকে আসতে দেওয়া যাবেনা তবে আর্থিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |