প্রত্যেক মেয়ের শরীর এমন ভাবে গঠিত যে সে মা হওয়ার ক্ষমতা রাখে। মেয়েদেরকে তাই মায়ের সঙ্গে তুলনা করা হয়। মা হওয়ার সময় মেয়েদেরকে নানান সাবধানতা অবলম্বন করতে হয়। যাতে তার সন্তান সুস্থ সবল থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু টোটকা রয়েছে যেগুলি অবলম্বন করলে আপনার সন্তান এবং আপনি একটি শুভ শক্তির দ্বারা পরিচালিত হবেন। জ্যোতিষ শাস্ত্রে জন্ম থেকে মৃত্যু সমস্ত কিছুর একটি করে সংস্কার আছে। তেমনি গর্ভাবস্থান নিয়েও ও কিছু সংস্কার রয়েছে। যেগুলি মেনে চললে আপনার সন্তান হয়ে উঠবে সুস্থ, সবল ,রোগমুক্ত ,জ্ঞানীগুণী। সাধারণ কিছু নিয়ম যেগুলি আপনার হাতের নাগালেই রয়েছে পালন করলে আপনি পজিটিভ এনার্জি পাবেন।
নিয়ম:
১) গর্ভস্থ মহিলাদের পজিটিভ এনার্জি প্রদান জন্য ঘরের যে কোন একটি স্থানে ময়ূরপঙ্খ রাখা শুভ।
২) গর্ভস্থ অবস্থায় যত সম্ভব হালকা রং ব্যবহার করুন এতে আপনার সন্তানকে পজেটিভ এনার্জি প্রদান হবে।
৩) গর্ভবতী অবস্থায় ঘরের একটি স্থানের নাড়ুগোপালের ছবি রাখুন, এমন জায়গায় রাখুন যেটা আপনার সব সময় চোখে পড়বে এতে আপনার সন্তান গোপালের মতো সুন্দর হবে।
৪) গর্ভাবস্থায় নিজের কাছে তামা ও লোহার জিনিস রাখুন।
৫) গর্ভবতী মহিলারা সন্ধ্যেবেলায় কোন খাবার খাবেন না।
৬) গর্ভাবস্থায় বই পড়ুন ধর্ম গ্রন্থ পড়তে পারেন, পজেটিভ মিউজিক শুনুন।
৭) প্রতিদিন একটু হলেও ব্যাম করতে হবে নিজের সন্তানের জন্য।
গর্ভবতী অবস্থায় কি কি করা যাবে না?
১) গর্ভবতী মহিলার কক্ষে পিতৃ পুরুষের ছবি রাখা যাবে না।
২) গর্ভবতী কক্ষে কোন হিংস্র ছবি রাখা যাবে না।
৩) গর্ভবতী অবস্থায় চুল খোলা যাবে না ,ঘুমোনোর সময় একদমই চুল খুলে ঘুমানো যাবে না।
৪) গর্ভাবস্থায় দক্ষিণ দিকে পা দিয়ে ঘুমানো যাবে না স্বামী স্ত্রী দুজনকেই দক্ষিণমুখে মাথা দিয়ে ঘুমোতে হবে।
৫) সবথেকে প্রয়োজন যে কাজটি গর্ভবতী মহিলার ঘর পরিষ্কার রাখা।
এই টিপসগুলি পালন করলে আশা করা যায় আপনি এবং আপনার সন্তান সুস্থ থাকবেন এবং ভালো ফল পাবেন।
আজকের রাশিফল | 2th Aug রাশিফলে কি লেখা আছে আপনার ভাগ্যে?
Social Welfare Recruitment 2022 | West Bengal Government job
LPG GAS: আগস্টের শুরুতে LPG গ্যাস এর দাম কমলো
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।