NASA Rhessi স্যাটেলাইট ভেঙ্গে মাটিতে পড়ার আশঙ্কা

NASA Rhessi Satalite
NASA Rhessi Satalite

NASA Rhessi: NASA নাম আপনারা প্রতিটি মানুষের শুনেছেন এটি আমেরিকার একটি বিখ্যাত মহাকাশ রিসার্চ সেন্টার। এর মাধ্যমে প্রচুর পরিমাণ স্যাটেলাইট, রকেট মহাকাশে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে ২০১৮ সালের থেকে একটি স্যাটেলাইট যার নাম রেহশী (Rhessi), সেই স্যাটেলাইটের সাথে কোন রকম ভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এই স্যাটেলাইট ১১ বছরের সোলার সাইকেল সম্পূর্ণ করে নিয়েছে। সূর্যের যে সৌর ঝড় তৈরি হয়েছিল ফলে এই স্যাটেলাইটের কার্যক্ষমতা ব্যাহত হয়েছে।

বিজ্ঞানীদের মতে কত বুধবার থেকে ই এই উপগ্রহের ছোট ছোট অংশ ঝড়ে পড়া শুরু হয়েছে। শুক্রবার ও শনিবার ধরে পড়তে থাকে এই উপগ্রহের অংশ বলা হচ্ছে প্রায় ৬০০ পাউন্ড ওজনের এক একটি টুকরো।

আরও পরুনঃ ড্রোনের মাধ্যমে ওষুধ ডেলিভারি ভারতবর্ষে এই প্রথম এই জেলায়

আরও পরুনঃ Fake loan: আপনার প্যান কার্ডের মাধ্যমে ফেক লোন নিলে কিভাবে জানবেন?

NASA এর আগেও অনেক উপগ্রহ রয়েছে যেগুলি উপর থেকে নিচে পড়েছে। তবে এই রেহশী নামক উপগ্রহের প্রধান কাজ ছিল সূর্যের কর্মকাণ্ডকে তুলে ধরা ও অন্যান্য প্রতিটি চালচলনকে ক্যাপচার করা। যেগুলি মানুষের চোখে দেখা সম্ভব নয়। কিভাবে শক্তির বিপুল বিস্ফোরণ হয় সূর্যের মধ্যে তার প্রতিটি ইঞ্চি ধরে পর্যবেক্ষণ করা ছিল এই উপগ্রহের কাজ।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন