নতুন ৭৫ টাকার কয়েনে কতটা রূপা থাকছে জানলে অবাক হবেন

75 coin unknown facts
75 coin unknown facts

গত ২৫শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আওতায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর মাধ্যমে ৭৫ টাকার কয়েন বাজারে ছাড়া হল। অনেকে সোশ্যাল মিডিয়ায় এই পঁচাত্তর টাকার কয়েনকে ফটো তুলে পোস্ট করতে দেখা গিয়েছে। গতকালেও কিছু ৭৫ টাকার কয়েন বাজারে এসেছে আগামী দিনেও একই রকম ভাবে বিভিন্ন ব্যাংক বাজারে ৭৫ টাকার কয়েন ছাড়বে। ব্যাংক থেকে টাকা তোলা এবং এটিএম এর মাধ্যমে এই কাজ করা হবে। ভারতবর্ষে দু হাজার টাকা তোলার পরে মানুষের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক আলোচনা দেখা যাচ্ছে তবে সরকার খুচরো টাকার উপর বেশি লক্ষ্য করছে। খুচরো টাকা বাজারে ঠিক পরিমাণ থাকার জন্য সাধারণ মানুষের সমস্যার সম্মুখীন কম হতে হবে।

তবে এই ৭৫ টাকার কয়েনে রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্য

৭৫ টাকার কয়েনে রয়েছে সংসদ কমপ্লেক্স এবং নতুন সংসদ ভবনের ছবি। এক পাশে রয়েছে অশোক স্তম্ভের চিহ্ন তার নিচে রয়েছে সত্যমেব জয়তে। দেবনগরী লিপিতে ভারত লেখা রয়েছে বাঁদিকে এবং ডানদিকে ইংরেজিতে লেখা রয়েছে ইন্ডিয়া।

আরও পরুনঃ জুন মাসে ২০০০ টাকার নোট বদলি করতে ব্যাংকে যাচ্ছেন? এই দিনগুলি বাদ দিয়ে যাবেন

আকারের দিক থেকে ৪৪ মিলিমিটার ব্যাস বৃত্তাকার পৃথিবীর মতো আকারের তৈরি হয়েছে প্রান্ত বরাবর ২০০ টি সেরেশন রয়েছে।

আরও পরুনঃ LIC যাদের আছে তাদের জন্য বড় আপডেট!! LIC এর সাথে হোয়াটসঅ্যাপ যুক্ত না করলে লস

৭৫ টাকা তৈরীর উপাদান ও ওজন

৭৫ টাকা তৈরির উপাদানের মধ্যে অনেক কিছুই রয়েছে সব থেকে বেশি ৫০ শতাংশ রুপা, ছাড়াও ৪০ শতাংশ থাকছে তামা, ৫% , ৫% রয়েছে নিকেল ও দস্তা। ওজনের দিক থেকেও অনেকটাই ভার। প্রায় ৩৫ গ্রাম ওজনের হবে এই নতুন ৭৫ টাকার কয়েন। তবে প্রায় ১৭.৫ গ্রাম রুপা থাকছে প্রতি ৭৫ টাকার কয়েনে।

এক কথায় ৭৫ টাকার কয়েন হিসেবে বাজারে ৭৫ টাকা মূল্য থাকলেও কয়েনের উপাদানের ও যথেষ্ট মূল্য রয়েছে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel 🤩🤩এখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
WhatsApp ✔✔🤳🤳এখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন