কোলকাতা এর কাছে এই বিচে গেলে দিঘা পুরী ভুলে যাবেন

কোলকাতা এর কাছে এই বিচে গেলে দিঘা পুরী ভুলে যাবেন
কোলকাতা এর কাছে এই বিচে গেলে দিঘা পুরী ভুলে যাবেন

শীতকাল এলেই বাঙালির মন ঘুরতে যাওয়ার জন্য আকুল হয়ে ওঠে। যদিও শীতকাল বললে ভুল হবে সবসময়ই বাঙালির মন ঘুরতে যাওয়ার জন্য আকুল। কিন্তু সব সময় তো পকেটের অবস্থা একই রকম থাকে না, তাহলে কি আপনি ঘুরতে যাবেন না?

একদমি ভুল ভাবছেন, আজ আপনাদের আমরা এমন এক জায়গার সন্ধান দেবো যেখানে স্মৃতি কলকাতা থেকে প্রায় ঢিল ছড়া দূরে অবস্থিত। খরচা খুবই কম যার ফলে পকেটের টান পড়বে না আপনার। তাছাড়াও জায়গাটি বহুল পরিচিত না হওয়ায় সেখানে মানুষের বেশি ভিড়ও থাকে না।

কোথায় সেই জায়গা এবং কিভাবে যাবেন?

প্রথমেই আপনাকে কন্টাইগামী যে কোন বাস ধরতে হবে। এরপর অটো কিংবা টোটো ধরে আপনাকে কনটাই থেকে বগুরান্ড জলপাই পৌঁছাতে হবে। অবশ্য এই জায়গায় যাওয়ার জন্য কাঁথি থেকে সরাসরি ট্রেন ও রয়েছে। এখানে রয়েছে একটি সুন্দর সমুদ্র সৈকত এবং যে সমুদ্র সৈকতে ঢেউ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাতাল নয়।

এর খুব কাছেই অবস্থিত বাকিপুট ও জুনপুট যেখানেও আপনি কিছুটা ঘুরে আসতে পারেন তাছাড়াও বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে সমুদ্র পারে অবস্থিত সেই মন্দির গুলির কথা মনে আছে? সেগুলিও আপনি দেখতে পাবেন এখানে। অর্থাৎ সমুদ্র দেখা এবং ইতিহাস দেখা এখানে এলে দুটিই হবে আপনার যাকে বলে গিয়ে রথ দেখা এবং কলা বেচা একসঙ্গে।

শহরের এই এক দেহে কোলাহলপূর্ণ জীবন থেকে একটু আলাদা হয়ে আনন্দ উপভোগ করতে এবং নিজের পকেটের দিকে লক্ষ্য রেখে সেটি করতে হলে এটি একদম আদর্শ জায়গা। এখানে গেলে নিঃসন্দেহে আপনার ভ্যাকেশন ভালো কাটবেই।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন

Leave a Comment