SBI গ্রাহকদের ফোন এই মেসেজ আসলেই বিপদ!! কি মেসেজ দেখুন

New fraud SMS sent to SBI customer
New fraud SMS sent to SBI customer

ভারতবর্ষের সবথেকে বেশি গ্রাহক অর্জনকারী ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। প্রায় সবার বাড়িতেই কারণ না কারো ব্যাংক অ্যাকাউন্ট এই ব্যাংকে রয়েছে। বর্তমান সময়ে জালিয়াতের কায়দা কানুন আরো উন্নত হচ্ছে সে কারণে পায় পা মিলিয়ে বিভিন্ন ব্যাংক আরো কঠিন সিকিউরিটি তৈরি করার চেষ্টা করছে। তারপরেও জালিয়াতের শেষ নেই। ঠকবাজরা চেষ্টা করছে বিভিন্নভাবে মানুষের ব্যাংক একাউন্টের ডকুমেন্ট নিয়ে টাকা চুরি করার। সেই সাথে বর্তমানে নতুন এক ফন্দি আটছে ঠকবাজরা যার শিকার আপনিও হতে পারেন। আপনার ফোনে এই ঠকবাজরা, মেসেজ পাঠাবে, এই মেসেজ আসলে ভারী বিপদ হতে পারে আপনার এবং খোয়া যেতে পারে লাখ টাকা।

SBI ব্যাংকে যাদের ব্যাংক একাউন্ট রয়েছে এবং সেই ব্যাংক একাউন্টের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে জালিয়াতি করার জন্য ঠকবাজেরা এক নতুন ধরনের মেসেজ পাঠাচ্ছে। যেখানে লেখা রয়েছে আপনার SBI একাউন্ট কিছু সময়ের জন্য বন্ধ হয়েছে কোন জালিয়াতির কারণে। আরো লেখা থাকবে, আপনি এই লিংকে ক্লিক করে আপনার ব্যাংক একাউন্টের লক খুলুন এবং ইনস্ট্রাকশন দেখুন কিভাবে করবেন। এইখানেই হলো মূল বিপদ।

সাধারণ মানুষ যখন তার ফোনে এই মেসেজ আসবে এবং দেখবে তার অ্যাকাউন্ট বন্ধ হয়েছে বেশিরভাগ মানুষ এই লিংকে ক্লিক করে লক খোলার চেষ্টা করবেন। তখনই আপনার সমস্ত তথ্য তাদের কাছে চলে যাবে এবং অনাহাসেই তারা আপনার ব্যাংক একাউন্ট খালি করতে পারবে। তবে কি করবেন এই সমস্যা থেকে বাঁচতে?

আরও পরুনঃ বিশেষ কিছু মানুষদের জন্য ক্রেডিট কার্ড ব্যবহারে অতিরিক্ত ২০% ট্যাক্স বাড়ল

ব্যাংক থেকে এরকম কোন মেসেজ পাঠানো হবে না। সম্পূর্ণটাই ফেক এই জালিয়াতির চক্করে আপনি পড়বেন না এবং অন্যদেরকেও পড়তে বাধা দিন। আপনার ফোনে যদি এই ধরনের মেসেজ এসে থাকে তবে আপনার ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বরে কল করুন এছাড়াও ইমেইল আইডিতে মেইল করুন – [email protected].in. 

আরও পরুনঃ অবশেষে রাজ্যে চালু হচ্ছে The Kerala Story

আপনার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনকে এই নতুন জালিয়াতের খবরটি পাঠিয়ে দিন যাতে তারাও এই বিষয়ে সতর্ক থাকতে পারে এবং ভুলেও সেই লিংকে ক্লিক না করে। 

আপনি যদি এই জালিয়াতের শিকার হয়ে থাকেন তবে সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর 1930 নম্বরে ক্লিক করুন এছাড়াও ওয়েবসাইট https://cybercrime.gov.in খুলুন এবং অভিযোগ জানান।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel 🤩🤩এখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
WhatsApp ✔✔🤳🤳এখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন