বাড়ি তে কুকুর পুষছেন? নতুন নিয়মে জেল পর্যন্ত হতে পারে

বাড়ি তে কুকুর পুষছেন? নতুন নিয়মে জেল পর্যন্ত হতে পারে
বাড়ি তে কুকুর পুষছেন? নতুন নিয়মে জেল পর্যন্ত হতে পারে

রাস্তার কুকুর কে পোষ্য বানানোর উদেশ্যে অনেকেই বাড়িতে এনে বেঁধে রাখি। আবার অনেকে আমরা পথ কুকুরদের খাওয়াই। কিন্তু এবার থেকে আর করা যাবে না এগুলি। এখন থেকে এগুলি আইনত অপরাধ ! 

বোম্বে হাইকোর্টের নাগপুর বিচারপতি সঞ্জীব খান্না ও জেকে মাহেশ্বরীর বেঞ্চ একটি বিশেষ স্থগিতাদেশ জারি করেছেন। কুকুরদের বন্দি করে রাখা এবং দত্তক নেওয়া কখনোই গ্রহণযোগ্য হিসাবে ধরা যেতে পারে না। তাদেরকে বন্দী রাখা কখনোই উচিত নয়।

হাইকোর্টের নতুন নির্দেশ অনুযায়ী কেউ যদি কোন কুকুরকে খাওয়াতে চায় অথবা দত্তক নিতে চায় , তাহলে তাকে প্রথমে সেই পথচারি কুকুরটিকে দত্তক নিতে হবে তারপর পৌরসভার কাছে সেটিকে নথিভুক্ত করাতে হবে। তারপর সেটিকে পৌরসভা অথরাইজ ডগ সেন্টারে রাখতে হবে।

বহুদিন ধরেই কুকুরকে খাওয়ানো এবং কুকুরকে রাখা নিয়ে বহু সমস্যা তৈরি হচ্ছিল। সেই সমস্যার সমাধানে এমন সিদ্ধান্ত কোর্টের। কুকুরকে খাবার খাওয়ানোর নাম করে যাতে এরকম আর কোন গন্ডগোল না হয় সেটি নিশ্চিত করতে চায় কোর্ট।

কেউ কখনোই পথ কুকুর কে খাওয়ানো বা পথ কুকুর কে ভালবাসার বিরুদ্ধে নয়, কোট শুধুমাত্র চায় যাতে এটি নিয়ে কোনো রকম ঝামেলা না হয়। এবার যারা পথ কুকুরকে সত্যি খাওয়াতে চান তাদেরকে আহবান জানাবে পৌরসভা।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন

Leave a Comment