এপ্রিল থেকে এই জিনিসগুলির দাম ও নিয়ম পরিবর্তন হচ্ছে

New rate starts from April
New rate starts from April

বাজেট ২০২৩ এর হিসাবে এপ্রিল মাসের ১ তারিখ থেকেই সমস্ত সিদ্ধান্তকে বাস্তবায়িত করা হয়। বাজেটের হিসাবে বাজারের কিছু জিনিসপত্রের দাম কমবে ও বাড়বে সাথে কিছু নিয়ম পরিবর্তন হবে। 

এপ্রিল মাস থেকে সাধারণ মানুষের পকেটে কতটা চাপ পড়বে তা জেনে নিন। প্রায় ৭ থেকে ১০ টি নিয়মে পরিবর্তন আনছে ভারত সরকার। 

গৃহস্থালির গ্যাস ও বাণিজ্যিক গ্যাস: এপ্রিলের শুরুতে গৃহস্থালির গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দামে পরিবর্তন হতে চলেছে। তবে দাম বাড়বে না কমবে এটির বিষয়ে এখনো সম্পূর্ণ হবে জানা যায়নি।

সোনা বিক্রিতে নতুন নিয়ম: এপ্রিল মাসের শুরুতে সোনা বিক্রি নিয়ে নতুন একটি নিয়ম চালু করা হচ্ছে। আগে চার সংখ্যার হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকতো এপ্রিল মাস থেকে চার থেকে ৬ সংখ্যার নম্বরকে ব্যবহার করা হবে ডিজিটাল হলমার্কের জন্য।

বীমা থেকে অতিরিক্ত আয়: বীমা থেকে অতিরিক্ত আয়ের উপর লাগবে কর এপ্রিল মাস থেকে। কোন ব্যক্তি যদি বীমার বার্ষিক প্রিমিয়ামের পরিমাণ ৫ লক্ষ টাকার বেশি হয় তাহলে তার উপরে অতিরিক্ত কর ছাপানো হবে।

ওষুধের দাম: এপ্রিল মাস থেকে ওষুধের দামের উপর পরিবর্তন হবে। কিছু ওষুধের ওপর লাগবে ১২ শতাংশ পর্যন্ত অতিরিক্ত দাম। কাজটি করবে ন্যাশনাল ফার্মাসিটিক্যাল প্রাইজিং অথরিটি।

সিনিয়র সিটিজেন সেভিং স্কিম: এটি ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্কদের জন্য এই স্কিম আগে সর্বোচ্চ টাকা জমানো যেতে ১৫ লক্ষ টাকা পর্যন্ত এখন সেটি বাড়িয়ে করা হলো 30 লক্ষ টাকা। পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ মাসিক ইনকাম স্কিমের জমানো টাকার পরিমাণ ৪ লক্ষ টাকা থাকে বৃদ্ধি করে ৯ লক্ষ টাকা করা হলো।

পরিবেশ দূষণ: পরিবেশ দূষণ আটকাতে গাড়ির উপর নতুন নিয়ম আছে সরকার। এই নিয়মের মাধ্যমে গাড়ির সংস্থা গুলির ক্ষেত্রে রিয়েল ড্রাইভিং এমিশন ও E20 নিয়ম চালু হচ্ছে।

অতিরিক্ত খবর: এপ্রিল মাসে ব্যাংকে অনেকগুলি ছুটি রয়েছে ফলে আপনার কাজ মাসের প্রথম দিকে সেরে নেবেন।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন