QR Code এর মাধ্যমে চুরি, QR স্ক্যান করলে আপনার ব্যাংক খালি হতে পারে

QR code Scam
QR code Scam

QR Code বর্তমান সময় টাকা দোকানে পেমেন্ট করা ডিজিটাল হয়ে যাচ্ছে। মানুষ এখন পকেটে না টাকা রেখেও বাইরে বেরোতে পারছে স্বাচ্ছন্দে। মানুষের পকেটে শুধুমাত্র একটি ফোনের প্রয়োজন আর কিছুর প্রয়োজন হবে না সে যেখানে যা খুশি কিনে এবং ঘুরে আসতে পারবেন। অনলাইন পেমেন্ট আপনারা হয়তো বহু মানুষের করেছেন। দোকানে দোকানে টানানো থাকে একটি কোড যাকে বলে QR Code, এই কোর্টের উপরে ক্যামেরা ধরলেই হঠাৎ করে স্ক্যান করে নিয়ে দোকানের নাম চলে আসে। আমি যত টাকা পাঠাবেন তত টাকা লিখে ব্যাংকের পিন দিয়ে দিলেই টাকা তার কাছে চলে যাবে। এত সহজ পদ্ধতিতে দোকানে পেমেন্ট করলে কেইবা টাকা ক্যাশ রাখবে। 

QR Code এর অর্থ কুইক রেসপন্স কোড সেকেন্ডের মধ্যে আপনার ফোনে দোকানের তথ্য চলে আসবে এই কোডের মাধ্যমে।

QR Code সম্পর্কিত যথেষ্ট জানলেন এবার জানুন কিভাবে এই ডিজিটাল চুরি গুলো হয় QR Code এর মাধ্যমে:

দিনের পর দিন যুগ যতটা না ডিজিটাল হচ্ছে তত চুরি করার পদ্ধতি ও চোরদের মাথা দুটোই উন্নতি পাচ্ছে। অনেক আপনার দোকানে কোন কাস্টমার কিছু কিনতে আসলে আপনাকে বলতে পারে আমার ব্যাংকে একটু সমস্যা হচ্ছে তাই আপনার কিউআর কোড আমি স্ক্যান করতে পারছি না। তার বদলে আপনি আমার ফোনে যে QR Code রয়েছে সেটি স্ক্যান করুন এবং আপনার কাছে একটি OTP আসবে সেটি দিয়ে দিন আমার যত বিল হয়েছে তা আপনার বিজনেস একাউন্টে ঢুকে যাবে।

আরও পরুনঃ

আসলেই তা আপনার কাছে টাকা ঢুকবে না উল্টে আপনার ব্যাংকের যত টাকা রয়েছে তা তুলে নিতে পারবে এই ওটিপির মাধ্যমে শুধুমাত্র দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে। আপনার বোঝার আগেই চোরের কাজ শেষ করে দেবে।

যুগের সাথে তাল মিলিয়ে চলুন কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে সাবধানতা অবলম্বন করুন। নিজেকে আপডেটেড রাখার চেষ্টা করুন না হলে নতুন কোন পদ্ধতিতে আপনার সাথে বিভিন্ন রকম চুরি ছিনতাই হতে পারে। আমাদের কাজ আপনার কাছে এই ইনফরমেশনগুলি পৌঁছে দেওয়া যাতে আপনারা সতর্ক হতে পারেন।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন