রেশন কার্ড আমাদের নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি নথিপত্র। খাদ্য সামগ্রী পাওয়া থেকে শুরু করে পরিচয় পত্র হিসেবে রেশন কার্ড কে ব্যবহার করা হয়। অনেকেই আছে যারা নতুন রেশন কার্ড পায়নি। নতুন রেশন কার্ড না পেলে খাদ্য সামগ্রী থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে কিভাবে আপনি নতুন রেশন কার্ড অনায়াসেই পাবেন?
সরকারি খাদ্য দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ভারতবর্ষের মানুষদের যত তাড়াতাড়ি সম্ভব নতুন রেশন কার্ড পৌঁছে দেওয়া যায়। তবে বাড়িতে থেকে কোন কিছুর বিষয়ে না জানলে আপনি কোনভাবেই কার্ড পেতে সক্ষম হবেন না।
ধরে সরকারের ক্যাম্প ে সবথেকে প্রথমে কাজ হবে। তিন নম্বর অথবা ১০ নম্বর ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে যেকোনো দোয়ার সরকারের ক্যাম্পে। যদি নতুন সদস্যের নাম নথিভুক্ত করতে চান তবে কমন ফ্রম বা ফর্ম নম্বর ৪ কে ব্যবহার করতে হবে। দুয়ারে সরকার না বসলে আপনাকে খাদ্য দপ্তর থেকে ফর্ম নিয়ে সঠিক ডকুমেন্টের সাথে জমা করতে হবে কাছাকাছি বিডিও অফিসে।
আরও পরুনঃ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এ থাকছে QR কোড, কত টাকা লাগছে?
আরও পরুনঃ টাকা কেটে নেওয়ার পর আধার ও প্যান কার্ড লিংক না হলে কি করবেন?
রেশন কার্ডের আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে দেখে নিন:
নতুন রেশন কার্ড করার জন্য আপনার আধার কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটের কার্ড অথবা ইলেকট্রিক বিল অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ইনকাম ট্যাক্স কাটানো কাগজ অথবা ল্যান্ড লাইনের বিল যেকোনো একটি বা দুটির জেরক্স এর সাথে সঠিক ফর্ম কে ফিলআপ করে জমা দিন। অবশ্যই আপনার পরিবারের কারোর রেশন কার্ডের জেরক্স কপি লাগবে। নতুন সদস্যের রেশন কার্ড করতে হলে অবশ্যই পাঁচ বছরের নিচে হলে তার বার্থ সার্টিফিকেট লাগবে।
এই সামান্য কিছু কাজের মাধ্যমে আপনি নতুন রেশন কার্ড পেয়ে যাবেন আপনার বাড়িতে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |