এই মাসের বেতন কম আসবে, সঠিক অপশন না বেছে নিলেই বিপদ

New tax vs old tax option
New tax vs old tax option

আমরা সবাই জানি, আর্থিক বছর প্রতিবছর এপ্রিল মাসের নির্ধারণ করা হয় সে সময় ট্যাক্স থেকে শুরু করে আরো বিভিন্ন অর্থনৈতিক কাজে পরিবর্তন এবং সঠিক করে তোলার চেষ্টা করা হয়। এপ্রিল মাসে সিদ্ধান্ত মে মাসে এসে কার্যকর হয়। ফলে যারা চাকরি করছেন তাদের এই মাসের বেতন কম আসতে পারে তার আগে ই নতুন ট্যাক্স এর অপশন বেছে নিন।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণার পরে অনেক নতুন নিয়ম পরিবর্তন করা হয়েছে। সেই কারণে সরকারি এবং বেসরকারি কর্মচারী কেউই রেহাই পাচ্ছে না। সবথেকে বড় উল্লেখযোগ্য পরিবর্তন নতুন আয়কর স্লাবের পরিবর্তন ও নিজের পছন্দমত পুরনো এবং নতুন কর ব্যবস্থা কে বেছে নেওয়া। আপনাকে সময়ের মধ্যে এই অপশনটি বেছে নিতে হবে না হলে পরের মাস থেকে এক বছরের জন্য কম বেতন পাবেন। সঠিক অপশন বেছে না নিলে অটোমেটিক ভাবে ই নতুন কর ব্যবস্থার হিসেবে ট্যাক্স কাটা যাবে আপনার বেতন থেকে।

আরও পরুনঃ ২০০০ টাকার নোট থাকলে সময়ের মধ্যে ব্যাংকে জমা দিন, না হলে মহা বিপদ

নতুন বছরের ট্যাক্স ব্যবস্থায় কি কি পরিবর্তন করা হয়েছে দেখে নিন:

প্রতিবছর এপ্রিল মাসে ঠিক করা হয় বাজেটের টাকার হিসাব ঠিক তার সাথেই ট্যাক্সেও নতুন পরিবর্তন আনা হয়। এই নতুন বছরে আয়কর স্ল্যাবের পরিবর্তন হয়েছে বেতনভোগী এবং পেনশনভীদের স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড় দেওয়া হয়েছে। বেসিক ছাড় বৃদ্ধি এবং সার্চাজ রেট কমানো হয়েছে।

আরও পরুনঃ ৫ লক্ষের লোন পাওয়া যাবে দুয়ারে সরকারে কিন্তু কিভাবে?

আপনার বেতন বার্ষিক ৭ লক্ষ টাকার মধ্যে হলে আপনাকে কোন রকম ট্যাক্স দিতে হবে না এছাড়াও স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা করা হয়েছে বেসিক ছারের পরিমাণ বাড়িয়ে তিন লক্ষ টাকা হয়েছে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel 🤩🤩এখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
WhatsApp ✔✔🤳🤳এখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন