2023 এর বাজেটের আগে এটি এক বিরাট ঘোষণা। নির্মলা সীতারামন ভারতের অর্থমন্ত্রী, টুইট করে ভারতবর্ষে ঘোষণা করেছেন ও নতুন আইন পরিবর্তন করেছেন। টুঁইতে বলা আছে 2023 এর বাজেটের নিয়ম অনুসারে, কিছু নির্দিষ্ট মানুষদের কোন রকম ইনকাম ট্যাক্স দেওয়ার প্রয়োজন নেই। বার্ষিক আয় এর উপর রয়েছে অনেকটাই ছাড়, কিন্তু কতটা জানতে হলে অবশ্যই আর্টিকেলটি বিস্তারিত পড়ুন।
প্রধানত এই নতুন নিয়মটি ঘোষণা করা হয়েছে যাদের বয়স 75 ও তার বেশি ও যাদের ইনকামের প্রধান উৎস ব্যাংকের জমানো টাকার সুদ ও পেনশন এর টাকা। এই খবরটি ভারতবর্ষের প্রবীণ নাগরিকদের জন্য এক দারুন সুখবর।
নতুন আইন সংশোধন: 1961 সালের ইনকাম ট্যাক্স এর আইন কে সংশোধন করা হয়েছে। বিশেষত এটি 75 বয়সের বেশি প্রবীণ নাগরিকদের জন্য। নতুন করে আরেকটি 194-P নামাক নতুন ধারা যুক্ত করা হয়েছে, প্রধানত এটি ভারতীয় সমস্ত ব্যাংকের জন্য।
আরও পরুনঃ
- Railway Apprentice Recruitment 2023: দক্ষিণ পূর্ব রেলওয়ে 1700 এর সুযোগ, আবেদন করবেন কিভাবে দেখে নিন
- মাধ্যমিক পাশ করলেই ঘরে বসে 1500 টাকা, যুবশ্রী প্রকল্প
এছাড়াও 31, 31A, From 16, 24Q ধারাতেও পরিবর্তন হয়েছে। এর মাধ্যমে 75 বছর এর প্রবীণ নাগরিকদের কোন ITR file জমা দিতে হবে না। কিন্তু এর জন্য সাধারণ নাগরিকদের বিশেষত প্রবীণ নাগরিকদের 12 BBA ফ্রম কে ফিলাপ করে যার যার নিজস্ব ব্যাংক একাউন্টে জমা দিতে হবে। তারপরে ই সেই ব্যক্তির জন্য এই নিয়ম কার্যকরী হবে।
2.5 লক্ষ্য থেকে 5 লক্ষ্য: বছরের যাদের 2.5 লক্ষ টাকা ইনকাম রয়েছে তাদের ওপর কোন ইনকাম ট্যাক্সের বোঝা চাপানো হয় না কিন্তু বর্তমানে পরিবর্তন করে ছাড় দ্বিগুণ করে দেওয়া হয়েছে। বার্ষিক 5 লক্ষ টাকা অর্থাৎ প্রতি মাসে 40,000 টাকার উপরে যাদের আয় রয়েছে তাদের ইনকাম ট্যাক্স এর পরিমাণ এতটাই কমিয়ে দেওয়া হয়েছে তা ধরা চলে না।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |