রেশন কার্ডের এই কাজটি না করলে ১ জুলাই থেকে চাল গম পাবেন না

Ration Aadhaar Link must before 30th June
Ration Aadhaar Link must before 30th June

আপনি যদি সময়মতো রেশন কার্ড নিয়ে রেশন ডিলার এর কাছে নিয়মিত চাল ও গম নিতে যান তবে আপনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ খবর। আপনি রেশন কার্ডের সাথে এই কাজটি আগামী ৩০ জুনের মধ্যে সম্পূর্ণ না করলে ১ জুলাই থেকে রেশন ডিলার এর কাছ থেকে বিনামূল্যে পাবেন না কোন চাল গম।

আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক করা খুবই গুরুত্বপূর্ণ। বলে ১ জুলাই পর থেকে যেসব রেশন কার্ডের সাথে আধার কার্ড যুক্ত থাকবে না তাদেরকে রেশন দেওয়া হবে না।

রেশন কার্ডের সাথে আধার লিংক কিভাবে করবেন অফলাইনে দেখেনিন:

  • বাড়ির যে কয়জন সদস্য রয়েছে তাদের আধার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স বার করে নিন।
  • যদি ব্যাংক একাউন্ট আধার এর সাথে না যুক্ত থাকে তবে ব্যাংকের পাসবুকের জেরক্স নিয়ে নিন।
  • পরিবারের মধ্যে যিনি প্রধান রয়েছে তার একটি পাসপোর্ট সাইজ ফটো একসাথে করে রেশন দোকানে বা ফুড ইন্সপেক্টর এর অফিসে জমা দিন।
  • রেশন কার্ড এবং আধারের তথ্য অনুযায়ী পরিবারের যেকোনো একজনার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে আধার ও রেশন কার্ড লিংক করাতে।
  • আপনার ফোন নম্বর অথবা ইমেইল আইডি আগে থেকে যুক্ত থাকলে নতুন আপডেটের পর এসএমএস বা ইমেল এর মাধ্যমে আপনার কাছে আপডেট পৌঁছে যাবে।

আরও পরুনঃ PNB Sugam FD: পাঞ্জাব ব্যাংকের সুগম স্কিমে বড় নিয়ম পরিবর্তন, না জানলে লস

রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক অনলাইনে কিভাবে করবেন দেখে নিন:

  • প্রথমে আপনাকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। লিংক – 
  • লিংক আধার উইথ একটিভ কার্ডস অপশনটি খুজে ক্লিক করুন।
  • আধার কার্ডের সঠিক নম্বরটি দিন, এবার আপনি কিসের সাথে কি লিংক করাতে চাইছেন সেই অপশনটি বেছে নিন।
  • মোবাইল নম্বর লিঙ্ক করানো থাকলে আপনার কাছে ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি যাবে।
  • সে উঠবি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই আধার ও রেশন কার্ড সহজেই লিংক করতে পারবেন বাড়ি বসে।

অনলাইনের আপনি মোবাইলের অ্যাপ্লিকেশন এর মাধ্যমে বাড়ি বসে আধার ও রেশন কার্ড লিঙ্ক করাতে পারবেন। এপ্লিকেশনটির নাম হল খাদ্য সাথী।

আরও পরুনঃ PM KISAN: এই ছোট ভুলগুলি করলে, পিএম কিষান লিস্ট থেকে নাম বাতিল হতে পারে

যথাযথ সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করেন না হলে আপনাকে এবং আপনার পরিবারের বাকি সদস্যদের সমস্যায় পড়তে হতে পারে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel 🤩🤩এখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
WhatsApp ✔✔🤳🤳এখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন