NSIGSE: সমাজে নারীদের আরো উচ্চ স্তরে নিয়ে যেতে সরকার বরাবরই উদ্যত। নারী শিক্ষা প্রসারে এবং নারী কল্যাণে বরাবরই বিভিন্ন ভালো ভালো প্রকল্প নিয়ে আসে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। আরো একটি নতুন প্রকল্প নিয়ে এলো সরকার যার নাম NSIGSE (National Scheme Incentives to Girls for Secondary Education).
কেন্দ্রীয় মানব কল্যাণ মন্ত্রক অনুযায়ী, ১৪ বছর বয়স থেকে ১৮ বছর বয়স পর্যন্ত মহিলারা এই প্রকল্পে আবেদনযোগ্য বলে গণ্য করা হবে। সামাজিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীদের কথা মাথায় রেখেই এই প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। অষ্টম থেকে দশম শ্রেণী উত্তীর্ণ যেকোনো ছাত্রী এই প্রকল্পে নির্দ্বিধায় আবেদন করতে পারে।
এই প্রকল্পের দরুণ সরকারের তরফ থেকে সেই ছাত্রীর জন্য ব্যাংকে অথবা পোস্ট অফিসে তিন হাজার টাকা করে ফিক্স ডিপোজিট জমা করা হবে এবং এর ভিত্তিতে ছাত্রীরা একটি করে সার্টিফিকেট অথবা পাসবুক পাবে। যখনই সেই শিক্ষার্থী দশম শ্রেণী উত্তীর্ণ হবে তখন তারা সুদে-আসলে ওই টাকা তুলে নিতে পারবে।
কত বছর ধরে সেই টাকা জমছে তার ওপর ভিত্তি করে সুদের হার নির্ণয় করা হবে। এই প্রকল্পের ওই ছাত্রীর একাউন্টে টাকা দেওয়া শুরু করবে ১৪ পর থেকে ১৮ বছর পূর্ণ হওয়া অব্দি এই ফিক্স ডিপোজিটর মেওয়ার থাকবে ততদিন অব্দি যা সুদ হবে সেই সুদ সহ টাকা পাবে সেই ছাত্রী। তবে ওই ফিক্স ডিপোজিট এর মেয়াদ পূর্ণ হওয়ার আগে এই টাকা কোনমতেই তোলা যাবে না।
NSIGSE স্কিমে কারা আবেদন করতে পারবেন?
সমাজে নিম্ন জাতি বা নিম্ন শ্রেণীতে বসবাস করা ছাত্রীরা সরকারি সাহায্যপ্রাপ্ত অথবা যে কোন লোকাল স্কুলে পড়াশোনা করছে এবং অষ্টম শ্রেণী পাস করেছে তারাই এই প্রকল্পে আবেদনযোগ্য হিসাবে গণ্য হবে। সরকারি স্কুলে পড়া ছাত্রী অথবা কোন বিবাহিত ছাত্রী এই প্রকল্পে জন্য আবেদন করতে পারবেন না।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |