NTPC Recruitment: NTPC বিভাগে চাকরির খবর জানা গিয়েছে। নিয়োগ সংস্থা হল ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। লে ফটো লে যায়ে জানা গিয়েছে শূন্যস্থানের সংখ্যা প্রায় ১৫২ বিভিন্ন বিভাগে সেটি ভাগ হয়েছে। যক্ষ প্রার্থীদের সংসার একাধিক প্রজেক্টে নির্দিষ্ট সময়সীমার জন্য নিয়োগ করা হবে।
NTPC শিক্ষাগত যোগ্যতা: আবেদন কারীর মাধ্যমিক করতে না হতে হবে সর্বনিম্ন ৬০ শতাংশ নাম্বার নিয়ে তপশিলি ও ভূমিহারা হলে অত্যন্ত ৫০ শতাংশ নম্বর প্রয়োজন। যে দপ্তরের জন্য আবেদন করা হবে সে বিষয়ে আবেদনকারীর অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানা যাবে। অফিসের ওয়েবসাইটের লিংক নিচে দিয়ে দেওয়া হবে।
বয়স সীমা: আবেদনকারী কে ২৫ বছরের কম বয়স হতে হবে তপশিলি জাতি এবং অন্যান্য কারণে কিছু শ্রেণীর মানুষের জন্য বয়সের ছাড় থাকছে।
আরও পরুনঃ পাঞ্জাব ব্যাংকে ATM থেকে টাকা তুলতে ব্যর্থ হলে দশ টাকা কাটবে
আরও পরুনঃ PAN Card চুরি হয়ে গেলে কি করবেন? জেনে নিন নতুন পদ্ধতি
NTPC বিভাগে কতজন কর্মী নিয়োগ?
- মাইনিং সার্ভে শূন্য পথ রয়েছে ৯ টি।
- মাইনিং সর্দার মোট শুন্য পদের সংখ্যা ৭ টি।
- ইলেকট্রিক্যাল সুপারভাইজার মোট শূন্য পদের সংখ্যা ২০ টি।
- মেকানিক্যাল সুপারভাইজার মোড শূন্য পদের সংখ্যা ২২ টি।
- ভোকেশনাল ট্রেনিং ইন্সট্রাক্টর মোট শূন্য পদের সংখ্যা ৩ টি।
বেতন: মাইনিং সরদার পদের বেতন মাসে ৪০০০০ বাকি গুলি ৫০০০০।
বাছাই করার পদ্ধতি: মোট ১০ নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং ১০০ নম্বরের স্কিন টেস্ট হবে। পরীক্ষার সময় দোকানটা লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকছে। সর্বনিম্ন ৪০ শতাংশ নম্বর প্রয়োজন আছে সাধারণত। তপশিলি এবং ওবিসি প্রার্থীদের জন্য প্রয়োজন ৩০ শতাংশ নম্বর।
আবেদনের শেষ তারিখ আগামী ৫ মে ২০২৩। হাতে মাত্র ২ দিন।
Official website: Click here
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |