COVID-19 ভারতের রাজ করে গেছে অনেকদিন ধরে ২০২০ থেকে প্রায় ২০২২ পর্যন্ত রাজত্ব চালিয়েছে। দিনের পর দিন COVID-19 এর নতুন ভেরিয়েন্ট দেখা যাচ্ছে, ভারতে এখনো পর্যন্ত তিনবার ভ্যাক্সিনেশন করা হয়েছে। অনেক মানুষের কাছে প্রশ্ন আসে দিনের-পর-দিন ভাইরাস এর যত মিউটেশন ঘটবে ততবার ভ্যাক্সিনেশন প্রয়োজন রয়েছে? এই সময় ভারতে নতুন Omicron সাব ভেরিয়েন্ট যার নাম BF.7, BA. 5.1.7.
সামনে আসছে দীপাবলি বাংলায় কালীপুজো এই সময় ভাইরাসের আক্রমণ মানুষকে খুবই হতাশ করতে চলেছে। গত দু’বছরে মানুষ সেই ভাবে আনন্দ করতে পারেনি বিভিন্ন অনুষ্ঠানে, সেই কারণে এ বছর দুর্গা প্রচুর মানুষ কলকাতা কল্যাণী আরও বিভিন্ন জায়গা। কালীপুজোর আগে এই সংকেত খুবই দুঃখজনক।
COVID-19 তার ভয়াবহতা অনেক কমই আছে ডেল্টা ভাইরাস অনেক মানুষের প্রাণ নিয়েছে। কিন্তু Omicron এর মিউটেশনের ফলে নতুন সাব ভেরিয়েন্ট এসেছে হয়তো আগের মতো ততটা মারাত্মক নয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এটি পৃথিবীর বাকি আরো অনেক জায়গায় ছড়িয়ে গেছে, চীনের মঙ্গোলিয়া উত্তর পশ্চিম অংশে প্রচন্ড হারে ছড়িয়েছে যার ফলে বর্তমানে চীনে কড়া লকডাউনের সময় চলছে।
BF.7 & BA. 5.1.7 এইসব ভেরিয়েন্ট বর্তমানে ইংল্যান্ডে ছড়িয়েছে, গত কিছুদিনে 0.8% থেকে বেড়ে 1.7% হয়ে দাঁড়িয়েছে। শুধু ইংল্যান্ডের নয় আমেরিকা অস্ট্রেলিয়া বেলজিয়াম এই জায়গাগুলিতে এই ভাইরাস দরজার কড়া নাড়ছে। ভারতের প্রথম গুজরাটের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে BF.7 আবিষ্কার করা হয়েছে।
রিসার্চ সেন্টার ও ডাক্তার আমাদের কে বলছে করোনাভাইরাস বিপদ নিয়ে আসতে পারে তার জন্য আমাদের আগে থেকে ভাবা দরকার কারণ আমরা উৎসবের সম্মুখে দাঁড়িয়ে আছি। COVID-19 চলাকালীন আমাদের যেসব গুরুত্বপূর্ণ বিধি মেনে চলার নিয়ম ছিল, বর্তমানে এখনো সেই নিয়মগুলি মানতে হবে যেমন বাইরে বেরোলে মুখে মাক্স পড়া এবং স্যানিটাইজার ব্যবহার করা বাইরে থেকে ঘরে আসলে হাত মুখ ভালো করে ধোঁয়া এবং কাছের ব্যাবহার সমস্ত দ্রব্য যেমন ওয়ালেট ফোন চশমা ইত্যাদি এগুলোকে যথাযথ পরিমাণে স্যানিটাইজ করা।
Omicron BF.7 symtoms | Omicron BF.7 এর লক্ষনঃ
Omicron BF.7 এর লক্ষণ সাধারন অমিক্রণ এর মতই গলা ব্যথা, কাশি , ঠান্ডা লাগ্, মাথা যন্ত্রণা , গা হাত পা ব্যথা , পেটে ব্যথা ও বমি।
নিজে সুরক্ষা নিজের কাছে কিন্তু মনে রাখবেন আপনার শুরু খাতে আরও দশটি মানুষের সুরক্ষা বাড়তে পারে সে কারণে সবার থেকে সামাজিক দূরত্ব বজায় রাখবেন।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |