Omicron BF.7 এর লক্ষন ও সতর্কবার্তা

Omicron BF 7 symptom
Omicron BF 7

Omicron BF.7: বর্তমানে যারা খবর দেখছেন তারা প্রায় অনেকেই জেনে গেছেন ভারতে আবার Covid এর থাবা দেখা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী জানা গেছে ভারতের উড়িষ্যাতে ও গুজরাটে চারজন এই নতুন Covid Omicron Sub variant BF.7 এ আক্রান্ত হয়েছে। বর্তমানে চীনে 10 লক্ষের বেশি Covid রোগী রয়েছে। হাসপাতলে বেড খালি পাওয়া যাচ্ছে না অক্সিজেনের সমস্যা দেখা দিয়েছে, তারমধ্যে ভারতে বাঙ্গালীদের পূজো পার্বণ পার হলো কিছু সময় আগে, দু’দিন আগেই ছিল ফুটবল বিশ্বকাপ। মানুষ এই বিশ্বকাপের জন্য অনেকে ভারত থেকে বাইরে গিয়েছেন খেলা দেখতে মানুষের জনসমাগম দেখা গিয়েছে এর ফলে। তার মধ্যে আর তিনদিনের মধ্যেই বড়দিনের উৎসব। নিউ ইয়ার এর দিন শুরু হতে চলেছে সামনেই। এক কথায় বলতে গেলে ভারতের জনসমাগম চলতে থাকবে কিছুদিনের জন্য।

চীনের অবস্থা খুবই খারাপ চীনের সরকার চাইছে সবাইকে ঘরের মধ্যে রাখতে কিন্তু তা নিয়ে অনেক বড় বিক্ষোভ দেখা যাচ্ছে। চীনে একুশে জানুয়ারির পর লুনার নিউ ইয়র্কের ইভেন্ট শুরু হবে তখন আবার সবাই সবার পরিবারের সাথে বাইরে যাবে ফলে আরো বৃদ্ধি পাবে Covid সংক্রমণ।

Omicron BF.7 জানা গিয়েছে এই নতুন ভেরিয়েন্ট Covid BA.5 এর Sub Variant. Omicron BF.7 এ আক্রান্ত একজন ব্যক্তি অন্তত 15 থেকে 18 জন ব্যক্তিকে সংক্রমিত করতে পারে। ভারতের যতগুলো Covid Variant দেখা গিয়েছে তার মধ্যে এটি সবথেকে বেশি পরিমাণ সংক্রমিত ও ছোঁয়াছে হতে পারে। আগের সর্বোচ্চ শক্তিশালী ভেরিয়েন্ট এর থেকে এই নতুন ভেরিয়েন্ট অতিরিক্ত 4.4 গুন শক্তিশালী। অতিরিক্ত শক্তিশালী হওয়ার কারণে 3rd Booster dose পুরোপুরী কার্যকারী হবে না এই ভাইরাস এর কাছে।

আরও পরুনঃ

বর্তমানে ভারত সরকার যথাযথ সম্ভব সতর্কবার্তা জারি করছে ও নতুন ভাইরাস এর সাথে কিভাবে মোকাবেলা করা যায় সেই নিয়ে বৈঠকে বসছে। রাজনৈতিক সমাগম কে বন্ধ করা হচ্ছে। আতঙ্কের কিছু নেই কিন্তু সতর্ক হওয়া প্রয়োজন। এর আগের বারে মানুষের গুরুত্ব দেয়নি বলেই মানুষ আজ এতটা দুর্বল। যাদের আগে একবার ও দুবার Covid আক্রান্ত হয়েছেন তাদের জন্য সতর্ক নেওয়া খুবই প্রয়োজন কারণ তারা এই নতুন ভাইরাস এর দুর্বল হয়ে উঠতে পারেন।

Omicron BF.7 এর লক্ষন ও সতর্কবার্তা

Omicron BF.7 এর লক্ষনঃ Omicron BF.7 আগের ভাইরাস এর মতন একইরকমের লক্ষণ। মাথা যন্ত্রণা, অতিরিক্ত সর্দি কাশি, গা হাত পা ব্যথা, ক্লান্তি অনুভব হওয়া, পেটে ব্যথা, বুকে কষ্ট হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, এই ধরনের সমস্যা গুলি দেখা যেতে পারে।

Omicron BF.7 এর সতর্কবার্তা: Omicron BF.7 নিয়ে বর্তমানে আতঙ্ক হওয়ার কিছু নেই তবে সাবধানের মার নেই।  সবার সাথে  দূরত্ব বজায় রেখে কথা বলার চেষ্টা করুন,  এমন কোথাও হাত দিচ্ছেন যেখানে সবাই হাত দেয়  তৎক্ষণাৎ স্যানিটাইজার ব্যবহার করুন, চায়ের দোকান, সেলুন ও যেকোনো আড্ডাখানায় না যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত, বাজারে গেলে সব সময় মাক্স ব্যবহার করবেন। দুটো মাক্স ব্যবহার করলে খুবই ভালো হয় কিন্তু সবসময় ব্যবহার করবেন না কারণ তাতে শ্বাসকষ্ট সমস্যা দেখা যেতে পারে। বাজার থেকে আসার পর হাত পা মোবাইল ফোন ওয়ালেট সমস্ত কিছু স্যানিটাইজ করুন। বাজার থেকে আনা সবজি পারলে গরম জলে ভিজিয়ে রাখুন কিছু সময় কারণ সেই সবজিতে আপনার মত আরও অনেকে হাত দিতে পারে।

আপনার পার্শ্ববর্তী কোন সরকারি হাসপাতাল ও কোন ক্যাম্পে বুস্টার ডোজ কবে দিচ্ছে তা খোঁজখবর রাখুন এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটি নিয়ে নিন। বাড়িতে এমন কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করুন যার মাধ্যমে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা  বৃদ্ধি পাবে। 

সবাই যদি এই সামান্য পদক্ষেপগুলি মেনে চলে তবে কোনভাবেই ভারতে আবার আগের মত Covid-19  দেখা যাবে না। আমাদের তরফ থেকে আপনাদের কাছে এটি একটি বিনীত অনুরোধ। আশা করি আপনি আমাদের মত ভবিষ্যতে কখনোই লকডাউন চাইবেন না। সবাই নিজের দিকটা ভালো বুঝলে ও অন্যকে বুঝতে সাহায্য করলে ভবিষ্যতে ভারতবর্ষের অবস্থা খারাপ হবে না।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন