আইফোন iPhone কেনা কি আপনার স্বপ্ন? টাকার জন্য কিনতে পারছেন না? মনে হচ্ছে কিডনি বেচে আইফোন কিনতে হবে। তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যেই। এই প্রতিবেদনটি আপনি যদি শেষ অব্দি পড়েন, তাহলে অবশ্যই আপনি পেতে পারেন যথেষ্ঠ কম দামে একটি আইফোন (iPhone)।
আমাযন থেকে ১,৩৪,০০০ টাকার iPhone মাত্র ৯৬,০০০ টাকায়, এর জন্য আপনাকে আমাজনে (Amazon) খুলতে হবে একটি নতুন অ্যাকাউন্ট। তবে নরমাল অ্যাকাউন্ট নয় বিজনেস অ্যাকাউন্ট। এর জন্য আপনাকে যেতে হবে https://business.amazon.in/ এই ওয়েবসাইটে। তারপর আপনি নরমাল পদ্ধতিতে খুলে নেবেন একটি বিজনেস অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই লাগবে আপনার বিজনেস প্যান্ নাম্বার। প্রথমে আপনার ইমেইল আইডি দিয়ে নরমাল অ্যাকাউন্ট এর মতই একই স্টেপে ক্রিয়েট করতে হবে একটি বিজনেস একাউন্ট খুলতে অতিরিক্ত বলতে লাগবে আপনার বিজনেস প্যান্ নম্বর টি।
এরপর আপনি দেখতে পাবেন আপনার নরমাল amazon এর অ্যাকাউন্টে কোন প্রোডাক্টের যে দাম সেই নামের থেকে অনেক কম দামে এই একাউন্টের মাধ্যমে আপনি প্রোডাক্টটি পাবেন। ২০ থেকে ৩০ % বেশি ছাড় পাওয়া যাবে এখানে। এই অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনার কোন জিনিস কেনা তে GST দিতে হবে না।
এক ধাক্কায় বেতন বাড়বে ৮০০০ টাকা, কিন্তু কাদের? | 7th Pay Commission Fitment factor
2 লক্ষ টাকা জমা করে পান প্রায় 15700 টাকা করে সুদ, কিভাবে পাবেন?
তবে এই পদ্ধতিতে শুধু আপনি সস্তায় আইফোন ই নয়, সঙ্গে কিনতে পারেন আপনার পছন্দের যেকোনো জিনিস। আর দেরি কেন এক্ষুনি যান এবং খুলে ফেলুন আপনার অ্যামাজন বিজনেস অ্যাকাউন্ট।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |