মাইলেজ নির্ভর করে তেলের ঘনত্বের ওপর, তেলের সঠিক ঘনত্ব কিভাবে চেক করতে হয় জানেন?

Petrol diesel standard density renge
Petrol diesel standard density renge

বর্তমান সমাজে প্রায় সবার কাছে ই গাড়ি রয়েছে, হোক না সেটা দু চাকা বা চার চাকা। নিয়মিত তাদেরকে পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল অথবা ডিজেল ভর্তি হয় তা সত্ত্বেও অনেকের অভিযোগ থাকে যে তারা সঠিক পরিমাণ মাইলেজ পায় না। এছাড়াও গাড়ির ইঞ্জিনেও সমস্যা দেখা দেয়। তবে এর কারণ রয়েছে তেলের ঘনত্ব। সঠিক তেলের ঘনত্ব না দেখে তেল ভরলে, আপনার ঘাড়ের উপর উঠে বসবে, মোটা খরচের পরিমাণ। তেলের ঘনত্ব টা কি জিনিস? কিভাবে মাপবেন? কত ঘনত্বই বা আপনার গাড়ির ইঞ্জিনের জন্য ভালো? আসুন জেনে নেই।

গাড়ির তেল শেষ হতে না হতেই যে কোন পেট্রোল পাম্পে গিয়ে অনায়াসেই পেট্রোল অথবা ডিজেল ভরেন তবে তেলের এর প্রতি লিটারের দামটা অবশ্যই চোখে পড়ে, তবে তার পাশে তেলের ঘনত্ব কত সেটাতে হতো মাথা ঘামান না আপনি।

সরকারের তরফ থেকে তেলের ঘনত্ব সঠিক রাখার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। কোন পেট্রোল পাম্পে যদি এই সীমানার বাইরে তেলের ঘনত্ব থাকে তবে সেখান থেকে তেল ভরাবেন না এছাড়াও আপনি পেট্রোল পাম্পের ম্যানেজারের সাথে কথা বলতে পারেন এবং অভিযোগ জানাতে পারেন।

আরও পরুনঃ বিদ্যুৎ বিভাগে নিয়োগ, বেতন ৫৫,০০০, আবেদনের দিন শেষের দিকে

পেট্রোল এর সঠিক ঘনত্ব কত?

সরকারের তরফ থেকে যে স্ট্যান্ডার্ড রেঞ্জ জারি করা হয়েছে তার মতে পেট্রোলের ঘনত্ব ৭৩০-৭৭০ KG/m³। 

ডিজেলের সঠিক ঘনত্ব কত?

স্ট্যান্ডার্ড রেঞ্জ অনুযায়ী ডিজেলের সঠিক ঘনত্ব ৮২০-৮৬০ KG/m³।

আরও পরুনঃ এবার থেকে মোবাইল হারিয়ে গেলে ফিরে পাবেন মাত্র এক ক্লিকে

অনেক পেট্রোল পাম্প রয়েছে যারা সকালবেলায় তেলের ঘনত্ব মাপতে ভুলে যায়। পেট্রোল পাম্প এর মালিকরা যারা অতিরিক্ত লাভের আশায় তেলের সাথে জল মিশায় এগুলি দণ্ডনীয় অপরাধ এর জন্য আপনি আপনার গাড়ির মাইলেজ খারাপ পাবেন এছাড়াও আপনার ইঞ্জিন দিনের পর দিন খারাপ হতে থাকবে ভবিষ্যতে সেই গাড়ি চলনযোগ্য থাকবে না।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel 🤩🤩এখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
WhatsApp ✔✔🤳🤳এখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন