গরমে ফোন চার্জ দিলেই আগুন হয়ে যাচ্ছে? কি করবেন দেখুন

Phone heating while charging
Phone heating while charging

গরম প্রচন্ড হারে বাড়ছে কিছু জায়গায় গরমের প্রভাব ৪০ ডিগ্রী ছাড়িয়েছে। আদ্রতা কম থাকার কারণে মানুষের ঘাম কম হচ্ছে কিন্তু শরীরের উত্তাপ বাড়ছে ও শরীর শুকিয়ে যাচ্ছে। আমাদের শরীরকে যেমন ঠান্ডা করে রাখা উচিত ঠিক তেমনি আমাদের সব থেকে প্রয়োজনীয় জিনিস ফোন তাকেও সঠিক তাপমাত্রায় রাখা উচিত। 

ফোন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যার মাধ্যমে আমরা একেক জনের সাথে যোগাযোগ থেকে শুরু করে কাজ করবে সব কিছুতেই ব্যবহার করি। এই গরমে ফোনের তাপমাত্রা প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে। ফোনের তাপমাত্রা বাড়তে থাকলে আপনার ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে সাথে ফোন লাস্ট করে আপনাকে এবং আপনার পরিবারের অন্যান্য মানুষজন কেউ আঘাত দিতে পারে।

আসুন জেনে নিন এই ফোনকে আপনারা কিভাবে ঠান্ডা রাখতে পারবেন:

ফোন রোদে না রাখা: অনেকেই আছে যারা রাস্তায় বের হয়ে রোদে কাজ করে তখন ফোনটা বুকের পকেটে অথবা প্যান্টের পকেটে রাখে ফলে সোজাসুজি ভাবে আর রোদের গরম তাপমাত্রা ফোনের উপরে পড়ে। এবং ফোন প্যান্টের পকেটে থাকলে ফোনের ব্যাটারিতে প্রেসার সৃষ্টি করে যার কারণে ফোনের ব্যাটারি ফেটে যেতে পারে এবং আপনাকে আহত করতে পারে। 

আপনি প্রতিদিন এক থেকে দুবার খেয়াল করবেন আপনার ফোনের তাপমাত্রা ঠিক হয়েছে কিনা যদি তা না হয় আপনি বাড়িতে ফোন রাখবেন অথবা এমন কোন জায়গায় রাখবেন যেখানে রোদের ঝলকানি একটু কম থাকে।

ফোনে একসাথে একাধিক অ্যাপ চালনা করা: আপনি ফোনে কোন কাজ করলে এই গরমে বাইরে থেকে কাজ না করার চেষ্টা করবেন দিও তো ফোন চলাকালীন বিভিন্ন অ্যাপকে আপনি মিনিমাইজ করবেন না। কারণ মিনিমাইজ করা মানে মনের ভিতরে সেই অ্যাপগুলিকে কন্টিনিউ ভাবে চালনা করা যার কারণে ব্যাটারি খরচা হতে থাকে এবং ফোনের তাপমাত্রা বাড়ায়।

আরও পরুনঃ চার বছরে পাবেন প্রায় ৪,৪৯,০০০ এই স্কিমের বিস্তারিত জানুন

আরও পরুনঃ Viral: জাতীয় সংগীত ও পতাকা নিয়ে বিদ্রুপ করলো

বিনাকারণে ইন্টারনেট চালু: অনেকে আছে যারা ফোনে ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু তাদের কাজ শেষ হওয়ার পরে ইন্টারনেট বন্ধ করেন না তাদের ফোনে সব সময় ইন্টারনেট চালু থাকায় ফোনের প্রসেসর এর ওপরে চাপ তৈরি করতে থাকে যার কারণে ব্যাটারি গরম হয় এবং ফোন খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

ফোনের কেস: অনেকে আছে ফোন কেনার আগেই ফোনকে কেস পড়াতে চায়। নতুন ফোন কিনে সাথে একটি করে ফোনের কেস কিনে রাখেন কারণ তারা ভাবেন ফোন পড়ে গেলে এই কেস তাদের বাঁচাবে। তবে গরমকালে এই কেসের মাধ্যমেই আপনার ফোন অতিরিক্ত গরম হয়ে ফেটে যেতে পারে। তাপমাত্রা বাড়লে অবশ্যই ফোনের কেসকে খুলে আলাদা জায়গায় রাখুন। ফোন যখন চার্জ দেবেন তখন এই গরমে কখনোই কোন কাভার লাগাবেন না। 

ফোন আপনারা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ই ঠান্ডা করতে পারেন আপনাদের নিজস্ব নিজস্ব কায়দায়। ফোন চার্জ দেওয়ার পরে সেই ফোনটিকে ঠান্ডা মেঝের ওপরে কিছুক্ষণ রেখে দিন তবে দেখবেন আপনার ফোন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে অবশ্য সেটি উল্টো করে রাখবেন স্ক্রিন টি ঘরের মেঝের সাথে ঠেকিয়ে রাখবেন।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন