বর্তমান সময়ে সবার কাছেই নিজস্ব ব্যাংক একাউন্ট রয়েছে যে ব্যাংকে তারা নিজস্ব জমানো মূলধনকে সুরক্ষিত ভাবে রাখে। ভারতীয় ব্যাঙ্ক গুলিতে টাকা জমা দিলে তার একটা সময় বাবদ সুদ পাওয়া যায়। ব্যাংকের সুদ জটিল সুদের হারে হয় এর ফলে প্রতিবছর বছর আপনার সুদের পরিমাণ বাড়তে থাকবে।
বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) নতুন একটি অফার এনেছে যার মাধ্যমে 600 দিন অর্থাৎ প্রায় 1 বছর 6 মাস টাকা রাখলে তার সুদের পরিমাণ হবে 7.85%. এই অফারকে পাঞ্জাব ব্যাংক (PNB) 600 Days FD scheme নামে ঘোষণা করেছে। এই অফার আপনাকে পেতে হলে অবশ্যই আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটি সেভিংস একাউন্ট থাকতে হবে। ব্যাংকের এত পরিমান সুদ দেওয়া পিছনে কিছু শর্তাবলী রয়েছে যেগুলো আপনাকে ভাল করে জানতে হবে।
মাত্র 2 লক্ষ টাকা জমা করে পান প্রায় 15700 টাকা করে সুদ কিভাবে পাবেন?
7.85% পরিমাণ সুদ পেতে হলে আপনাকে অবশ্যই 60 বছর অথবা 60 থেকে বেশি বছর হতে হবে। এই অফারটা শুধুমাত্র সিনিয়র সিটিজেনশিপ মানুষদের জন্য। ২ কোটি টাকার নিচে যেকোনো মূল্য এই স্কিম এর মাধ্যমে আপনি ফিক্সড ডিপোজিট করতে পারবেন এবং এত উচ্চ পরিমাণে সুদ পাবেন। এই স্কিম এর মাধ্যমে আপনি দু’রকম সুবিধা পাবেন, Callable and Non-callable FD. আপনাকে এই সুদ পেতে হলে টাকা জমা করতে হবে মাত্র ৬০০ দিন অর্থাৎ প্রায় ১ বছর ৬ মাসের জন্য। আপনি এর পরে টাকা তুলে নিতেও পারেন, আবার বেশি সুদ নেয়ার জন্য রেখে দিতে পারেন।
Callable and Non-callable FD এর অর্থ কি?
Callable FD or TD: এই ধরনের ফিক্স ডিপোজিটে আপনি ম্যাচুরিটি সময় হওয়ার আগেই টাকা তুলতে পারবেন।
Non-callable FD or TD: এই ধরনের ফিক্স ডিপোজিটে আপনি ম্যাচুরিটি সময় না হওয়া পর্যন্ত টাকা তুলতে পারবেন না।
সাধারণত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) সাধারণ Callable FD or TD এর জন্য 7.00% সুদ দেয়, সিনিয়র সিটিজেনশিপ অর্থাৎ 60 বছর বয়সীদের জন্য দেয় 7.50% সুদ, সুপার সিনিয়র সিটিজেনদের অর্থাৎ 80 বছর বয়সী এবং তার ওপরে দেওয়া হয় 7.80% সুদ। Non-callable FD or TD এর ক্ষেত্রে ব্যবধান থাকে মাত্র 0.5% সুদের।
লুচি খেয়ে গ্যাসের সমস্যাতে ভুগছেন? নতুন পদ্ধতি তে খেয়ে দেখুন
এই স্কিমের বিষয় ঘোষণা করেছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এর সি ই ও (CEO) Shri Atul Kumar Goel, ‘’ আমাদের লক্ষ্য হল আমাদের মূল্যবান গ্রাহকদের জন্য সেরা-শ্রেণীর স্কিমগুলি অফার করা এবং আমরা ভোক্তাদের উচ্চ সুদের হার অফার করতে পেরে সন্তুষ্ট যাতে তারা তাদের সঞ্চয় করে আরও বেশি উপার্জন করে। আরও স্বাচ্ছন্দ্যের জন্য, আমাদের বিদ্যমান গ্রাহকরা অনলাইনেও PNB ONE অ্যাপ এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই স্কিমটি পেতে পারেন। “
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB) এই নতুন স্কিমের মাধ্যমে আপনি 2 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সট ডিপোজিট করে বাড়ি বসে বসে বছরে 15,700 টাকা সুদ নিতে পারবেন। সুযোগ থাকতে অফারটি হাত ছাড়া করবেন না।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |