PNB Sugam FD: পাঞ্জাব ব্যাংকের সুগম স্কিমে বড় নিয়ম পরিবর্তন, না জানলে লস

PNB Sugam FD Scheme Update
PNB Sugam FD Scheme Update

PNB Sugam FD: আপনারা সবাই জানেন ভারতবর্ষে বৃহত্তম ব্যাংক গুলির মধ্যে পাঞ্জাব ব্যাঙ্ক অন্যতম। বহু মানুষ এই পাঞ্জাব ব্যাংকের গ্রাহক। বউ মানুষ আছে যারা পাঞ্জাব ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখেন তাদের ভবিষ্যতের জন্য। তবে পাঞ্জাব ব্যাংকে ফিক্সড ডিপোজিট এর জন্য সবথেকে চর্চায়িত প্রকল্প হল PNB Sugam FD scheme.

পাঞ্জাব ব্যাংকের এই সুগম ফিক্স ডিপোজিট স্কিমে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। এই নিয়ম না জানলে যারা ফিক্স ডিপোজিট করেছেন তাদের জন্য লস। আসুন জেনে নেওয়া যাক নতুন কি বৈশিষ্ট্য যুক্ত হয়েছে এই প্রকল্পের সাথে।

PNB Sugam FD Scheme Updates

  • কোন ব্যক্তি বা যৌথভাবে 10 কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে পারবেন।
  • দশ বছর বা তার বেশি কোন নাবালক হয়ে থাকলেও পাঞ্জাব ব্যাংকের সুগম ফিক্স ডিপোজিট একাউন্ট করা সম্ভব।
  • ব্যবসার ক্ষেত্রে কোম্পানি ও কর্পোরেট সংস্থাগুলি এই সুবিধা নিতে পারবেন।
  • বর্তমানে সব থেকে বড় সুবিধা পাঞ্জাব ব্যাঙ্ক সুগম ফিক্সড ডিপোজিটের মাধ্যমে টাকা জমা রাখলে আপনি যখন খুশি এই টাকা বার করতে পারবেন কোন অতিরিক্ত জরিমানা না দিয়েই।
  • মানুষের হঠাৎ কোনো কারণে অতিরিক্ত টাকার প্রয়োজন হয় অন্যান্য ফিক্স ডিপোজিট স্কিম এর মাধ্যমে সেটি সম্ভব নয় তবে এই স্কিমে এই সুবিধাটি রয়েছে।

আরও পরুনঃ PM KISAN: এই ছোট ভুলগুলি করলে, পিএম কিষান লিস্ট থেকে নাম বাতিল হতে পারে

আরও পরুনঃ এবার থেকে মোবাইল হারিয়ে গেলে ফিরে পাবেন মাত্র এক ক্লিকে

PNB Sugam FD interest rates:

পাঞ্জাব ব্যাংকের সুগম ফিক্সড ডিপোজিট প্রকল্পে আপনার সময় এবং টাকার উপর নির্ভর করে সুদের পরিমাণ নির্বাচিত হয়। ইন্টারেস্ট রেট হয়ে থাকে সাধারণত ৪.২৫ থেকে ৭.৫০% হারে। ২ কোটি টাকার নিচে এক ধরনের ইন্টারেস্ট রেট ২ কোটি টাকা থেকে শুরু করে ১০ কোটি টাকা পর্যন্ত আরেক ধরনের ইন্টারেস্ট রেট দেওয়া হয়। প্রবীর নাগরিকদের জন্য অতিরিক্ত সুদের সুবিধা রয়েছে এই স্কিমে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel 🤩🤩এখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
WhatsApp ✔✔🤳🤳এখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন