PPF Account অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড। কেন্দ্র সরকারের আওতায় অনেক প্রকল্প রয়েছে যার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হন। টাকা বিনিয়োগ করার বিভিন্ন প্রকল্প রয়েছে একটি থেকে একটি উন্নতমানের এবং মোটা সুদের প্রকল্প। তবে প্রচুর মানুষ এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড ে টাকা বিনিয়োগ করে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড ছাড়াও এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড রয়েছে যেখানে কোম্পানি এবং সরকারি কর্মচারীদের টাকা জমিয়ে রাখা হয় এই প্রকল্পের মাধ্যমে।
PPF Account অনেক গোপন তথ্য রয়েছে যা না জানলে আপনার টাকা লস যেতে পারে
সুদের পরিমাণ: পাবলিক প্রভিডেন্ট ফান্ড ে( PPF ) আপনি টাকা জমা করলেও আগামী ১৫ বছরের মধ্যে এর কোন নরচর করতে পারবেন না। ১৫ বছর পরেই একবারে সুদে ও আসলে টাকাটি পাবেন। বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদ দেওয়া হচ্ছে ৭.১%।
আরও পরুনঃ ভালো ক্রেডিট স্কোর চাই? রইল কিছু টিপস
টাকা জমা করা: পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ( PPF ) প্রতি অর্থবছরে কমপক্ষে ৫০০ টাকা বিনিয়োগ না করলে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এক বছরে সর্বোচ্চ এই প্রকল্পে জমা করা যায় ১.৫ লক্ষ টাকা। এই হিসেবে ৫০০ টাকা এক বছরে জামানা করতে বলে সে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং আপনাকেই বিপদে পড়তে হবে।
আরও পরুনঃ Cyclone Mocha: এই নতুন ঝড়ের নাম Mocha কেন রাখা হলো?
জরিমান: আপনি এক বছরে কমপক্ষে ৫০০ টাকা বিনিয়োগ না করতে পারলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ডিএক্টিভেট। সেই ডিএক্টিভেট একাউন্ট কে একটিভ করতে আপনাকে আলাদা করে জরিমানা দিতে হবে। সেই বছরের পাওয়া কোন সুদের পরিমাণ আপনি নাও হতে পারেন এবং এর সাথে আরও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। একাউন্টে এক্টিভ করার সময়।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |