অর্থবছরের এপ্রিল মাসের শেষ দিন আজ আগামী দিন সোমবার মে মাসের শুরু মে মাসের শুরুতেই পুরো ভারতবর্ষে কিছু নিয়ম পরিবর্তন হলো। সাধারণ মানুষের এতে পকেটে কিছু প্রেসার পড়তে পারে বলে ভাবা যাচ্ছে সাথে কোম্পানি এবং পাঞ্জাব ব্যাংকের ক্ষেত্রেও রয়েছে বড় আপডেট। বাণিজ্যিক গ্যাস ও গৃহস্থালিক গ্যাস এর দাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
মিউচুয়াল ফান্ড একাউন্ট:
বর্তমানে মিউচুয়াল ফান্ড একাউন্টে নিয়ে কিছু নিয়ম এনেছে কেন্দ্র। আগামীকাল সোমবার পয়লা মে থেকে নিয়ম কার্যকরী হবে এই নিয়মে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে যে ওয়ালেটে আমানত জমা করছে তার সঠিক KYC থাকা প্রয়োজন আছে।
আরও পরুনঃ Bank RD: RD স্কিমে কোটি টাকার সুদ পান, কিভাবে পাবেন দেখুন
KYC করার জন্য ভিডিও করে প্যান কার্ড আধার কার্ড মোবাইল নম্বর ব্যাংকের ডকুমেন্ট সমেত সমস্ত বিবরণ জমা করে KYC সম্পন্ন করতে হবে।
গ্যাসের দাম পরিবর্তন:
মে মাসের প্রথম তারিখ থেকে ই গৃহস্থলী এবং বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম পরিবর্তন হতে পারে। পেট্রোলিয়াম কোম্পানিগুলি এলপিজি সেন্টারের দাম নির্ধারণ করবে। গত মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯১ টাকা ৫০ পয়সা কমেছে। বাণিজ্য গ্যাসের এক বছরের মোট মাঠের দাম কমেছে ২২৫ টাকা। কিন্তু গৃহস্থালির ক্ষেত্রে তা কতটা কমবে না বাড়বে বিস্তারিত তথ্য জানা যায়নি।
আরও পরুনঃ সামনের মাসে ব্যাংক বন্ধ থাকছে ১১ দিন! কবে কবে দেখে নিন
ATM থেকে টাকা তুলতে ব্যর্থ হলে ১০ টাকা জরিমান:
ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ ব্যাংকের মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অন্যতম। আগামীকাল সোমবার থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন নিয়ম লাগু করছে। এই নিয়ম ে কেউ ATM থেকে টাকা তুলতে গেলে ব্যাংকে ব্যালেন্স না থাকলে তার জন্য অতিরিক্ত ১০ টাকা করে জরিমানা করা হবে সাথে GST।
বড় কোম্পানির GST নিয়ম পরিবর্তন:
ব্যবসায়ীদের ক্ষেত্রে GST নিয়ে বড় আপডেট হতে চলেছে আগামী দিন থেকে। যেসব কোম্পানিগুলি ১০০ কোটি টাকার টান ওভার প্রতিবছরে কমপ্লিট করছে তাদের পঞ্চাশ দিনের যত ব্যবসায়িক লেনদেন রয়েছে তা ইন ভয়েস রেজিস্ট্রেশন পোর্টালে প্রতিনিয়ত আপডেট করতে হবে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |