Railway Apprentice: যারা রেলের চাকরির জন্য অনেক দিনের পরিশ্রম করছেন তাদের জন্য নিয়ে এসেছি আমরা সুখবর। গতকালের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে প্রায় 1700 জন এর বেশি নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে। এর মধ্যে আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য নিয়োগ হবে। কোন কোন পদে রিক্রুটমেন্ট হচ্ছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য জানতে হলে দেখতে থাকুন আমাদের এই আর্টিকেল।
Railway Apprentice Recruitment 2023: দক্ষিণ-পূর্ব রেলওয়েতে Apprentice অর্থাৎ ট্রেনি এর নিয়োগ হবে। এর মধ্যে আপনি মাসিক স্টাইপেন্ড পাবেন এবং আরো অন্যান্য সুবিধা পাবেন। এর মধ্যে আপনাকে 8 ঘণ্টার ডিউটি করতে হয় যার মাধ্যমে আপনি যে ডিপার্টমেন্টের হয়ে যুক্ত হবেন তার বিস্তারিত তথ্য থেকে শুরু করে পড়াশোনা ও কাজ সম্বন্ধিত ট্রেনিং দেওয়া হয়।
Railway Apprentice Recruitment 2023
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষার্থীকে কমপক্ষে মাধ্যমিক পাস করতে হবে নূন্যতম 50% নম্বরের সাথে। প্রয়োজন সরকার স্বীকৃতিপ্রাপ্ত NCVT / SCVT বোর্ড থেকে ITI সার্টিফিকেট। আপনি যে কোন ট্রেডের হতে পারেন। ITI তে ন্যূনতম 50% নম্বর প্রয়োজন।
আরও পরুনঃ
- এই পদ্ধতিতে Unlimited 5G ব্যবহার করতে পারবেন আপনার ফোনে
- BSNL সব থেকে কম দামে প্রদান করছে WIFI ও Call, সুযোগ মাত্র এই মাস
শারীরিক ফিটনেস: 1961 সালের অ্যাক্ট অনুযায়ী, Apprenticeship তে ট্রেনিং এর জন্য শারীরিক ফিটনেস প্রয়োজন রয়েছে।
বয়স সীমা: জানুয়ারি মাসের 1 তারিখ হিসাবে 15 বছর কমপক্ষে প্রয়োজন সর্বোচ্চ 24 বছর। SC/ST দের জন্য ছাড় রয়েছে 5 বছর, OBC দের জন্য ছাড় রয়েছে 3 বছর।
আবেদনমূল্য: সাধারনের আবেদনের জন্য প্রয়োজন 100 টাকা আবেদন মূল্য। SC/ST ও মহিলাদের জন্য কোন আবেদনমূলক প্রয়োজন নেই।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হলে আপনাকে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যার লিঙ্ক আমরা নিচে দিয়ে দেব। আগে যদি আপনি আবেদন করে থাকেন তবে তার আইডি ও পাসওয়ার্ড এর মাধ্যমে ওপেন করে আবারো একইভাবে আপডেট করতে পারবেন। পুরোপুরি নতুন হলে আপনাকে রেজিস্টার করতে হবে আপনার সঠিক ডকুমেন্ট এর মাধ্যমে।
Official Notification: Click Here
Apply link: Click Here
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |