Railways Job Recruitment 2022: সরকারি চাকরির জন্য যারা বসে আছেন তাদের জন্য আরেকটি খুশির খবর নিয়ে এসেছি আমরা। সাধারণত সরকারি চাকরির খোঁজ যারা করেন বেশিরভাগ সময় পুলিশ আর্মি না হলে রেল এই তিনটি পদে সবথেকে বেশি পরিমাণ আবেদন পত্র জমা পড়ে। ভারতের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে সাথে বেকারত্বের সংখ্যা গরিবের পেটে টান ধরাচ্ছে। এই সময় যোগ্য শিক্ষার্থীরা চাকরি পেলে যুব সমাজের কল্যাণ হবে।
কেন্দ্রীয় সরকারের রেলওয়ে চাকরির জন্য ঘোষণা হয়েছে। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে 596 টি পদে নিয়োগ হবে এই বছর। তারমধ্যে অনেকগুলি আলাদা আলাদা পদ রয়েছে। এই বছরের রেলের চাকরির জন্য আপনি কিভাবে আবেদন করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো।
রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) সেন্ট্রাল রেলওয়ে (CR) এই সাধারন বিভাগীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিনিয়র কমন ক্লার্ক টিকিট ক্লার্ক স্টেনোগ্রাফার সহ আরো অন্যান্য পদ রয়েছে।
Railways Job Recruitment 2022: এই বছর রেলের চাকরিতে কোন কোন পদে নিয়োগ হবে?
স্টেনোগ্রাফার – ০৮,
সিনিয়র কাম ক্লার্ক কাম টিকিট ক্লার্ক – ১৫৪,
গুডস গার্ড – ৪৬,
স্টেশন মাস্টার – ৭৫,
জুনিয়র অ্যাকাউন্ট সহকারী – ১৫০ জন,
জুনিয়র কাম ক্লার্ক কাম টিকিট ক্লার্ক – ১২৬,
- SSC Jobs: SSC এর প্রায় 7 টি দপ্তরে নিয়োগ হবে 24 হাজারেরও বেশি কর্মী
- TET Exam update: শারীর শিক্ষার ডিগ্রী থাকলে এবার থেকে বসতে পারবেন টেট পরীক্ষায়
Railways Job Recruitment 2022: এই বছর রেলের চাকরিতে যুক্ত হতে আপনার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে?
ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ প্রয়োজন এই বছরের রেলের চাকরির সাথে যুক্ত হবার জন্য কিন্তু উচ্চপদস্থ পদের জন্য আপনাকে উচ্চশিক্ষিত হতে হবে। আপনাকে কোন গভমেন্ট অর্থাৎ সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী প্রাপ্ত হতে হবে।
রেলের চাকরির 2022 বয়সসীমা:
সর্বনিম্ন বয়স 18 থেকে শুরু করে সর্বোচ্চ 42 বছর পর্যন্ত রেলের চাকরির সাথে যুক্ত হতে পারবেন। অন্যান্য শ্রেণীর জন্য 45 বছর পর্যন্ত ছাড় অর্থাৎ 3 বছরের অতিরিক্ত সময় রয়েছে এবং SC/ST সর্বোচ্চ 47 বছর পর্যন্ত সময় রয়েছে।
রেলের চাকরির 2022 নির্বাচন পদ্ধতি:
প্রথম লিখিত পরীক্ষা হবে, পাশ করলে পরের পরীক্ষার জন্য আপনি প্রস্তুত থাকবেন। সমস্ত লিখিত পরীক্ষায় পাশ করার পরে আপনাকে ইন্টারভিউয়ে পাস করতে হবে। সব পরীক্ষায় পাশ করার পর আপনাকে মেডিকেল পরীক্ষায় পাশ করতে হবে। সমস্ত পরীক্ষাতেই অবজেক্টিভ প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতি তিনটি ভুল উত্তর এক নম্বর করে নেগেটিভ মার্কিং থাকবে।
রেলের চাকরির 2022 আবেদনের তারিখ:
আবেদনের সময় শুরু হয়েছে গত 28 শে অক্টোবর থেকে এবং চলবে আগামী 28 শে নভেম্বর 2022 পর্যন্ত।
Railways Job Recruitment 2022: রেলের চাকরিতে কিভাবে আবেদন করবেন?
রেলের চাকরিতে যুক্ত হতে গেলে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে। তার জন্য সর্বপ্রথম আপনাকে অফিশিয়াল ওয়েবসাইট এ ভিজিট করতে হবে। আপনাকে কিছু শর্তাবলী দেখানো হবে ওয়েবসাইটের শুরুতে আপনি নিজের এন্টার বাটনটিতে ক্লিক করার পরে, নিচের অপশন আসবে এপ্লাই নাও। এপ্লাই নাও অপশনটিতে ক্লিক করার পর পরবর্তীতে আপনাকে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। যদি পর্যাপ্ত আইডি ও পাসওয়ার্ড না থেকে থাকে অর্থাৎ আপনি যদি প্রথম বার রেলওয়ে জবের জন্য আবেদন করেন তবে আপনাকে নতুন করে আইডি বানাতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট এর সাথে আপনাকে আইডি তৈরি করার পরে সেই আইডিতে লগইন করতে হবে। লগইন করে আপনাকে আপনার সঠিক ডকুমেন্ট এবং নাম সহ ফটো ইত্যাদি ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে। ফরম ফিলাপ ডকুমেন্ট প্রিন্ট আউট করে রাখতে পারেন।
আবেদন নিজের বাড়ি থেকেও করতে পারেন না হলে যে কোন সাইবার ক্যাফে তে গিয়ে আবেদন করতে হবে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |